আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
108 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (1 point)
আসলামুআলাইকুম, জনাব! আমার বিয়ে হয়েছে গত সেপ্টেম্বর মাসের ২ তারিখে। এটা আমার দ্বিতীয় বিয়ে। প্রথম স্বামী আজ ১৬ বছর নেই। তো বিয়ের আসলে উপস্থিত ছিল আমার ছেলে। আমার ছেলের ফুফা, এবং আমার বর্তমান স্বামী। আমি ছিলাম অন্য রুমে দরজার পাশে পর্দার আড়ালে ছেলে আমাকে এখানে বসতে বললো। পাশে আমার মা বসা ছিল। তো আমার ছেলে ওনাকে বিয়ের প্রস্তাব করে আর উনি কবুল বলে। তো কথাগুলো আমি ফ্যানের বাতাসের কারণে স্পষ্ট শুনিনি। তো বিয়ে সম্পন্ন হয়ে গেল। এখন আমার স্বামী কৌতুহল বসত সাথে আমাকে জিজ্ঞেস করল আমি যে কবুল বললাম। তুমি শুনেছো? আমি বললাম আমি স্পষ্ট শুনিনি তবে কথা বলছো যে এটা বুঝতে পারছি। এখন উনি আমাকে প্রশ্ন করার জন্য বলছেন যে মাদ্রাসায় তাহলে একটু জিজ্ঞেস করে নাও। উনার প্রশ্ন ছেলেমেয়ে ছাড়াও দুজন সাক্ষী লাগে। এখন সেখানে উনিসহ তিন জন ছিল। আমি ছিলাম পর্দার আড়ালে অন্য রুমে। এখন বিয়েটা যে পড়ানো হইছে আর আমি স্পষ্ট শুনি নাই এতে কি আমাদের বিবাহ সহি হয়েছে? জনাব উত্তরটা পেলে স্বস্তি পেতাম।

1 Answer

0 votes
by (602,190 points)
edited by

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
বিয়ে শুদ্ধ হওয়ার জন্য বর-কনের ইজাব এবং কবুলকে সাক্ষীদের জন্য শ্রবণ করাই যথেষ্ট।পরবর্তীতে সাক্ষ্য প্রদাণের কোনো প্রয়োজন নেই।
যেমন, পিতামাতার পক্ষে সন্তানদের সাক্ষ্য শরয়ী কোর্টে গ্রহণযোগ্য নয়।কিন্তু তারা আবার নিজ পিতা মাতার বিয়ের সাক্ষী হতে পারে।যেমন ফাতাওয়ায়ে হিন্দিয়াতে বর্ণিত রয়েছে-
وينعقد بحضور من لا تقبل شهادته له أصلا كما إذا تزوج امرأة بشهادة ابنيه منها وكذا إذا تزوج بشهادة ابنيه لا منها أو ابنيها لا منه هكذا في البدائع
এমন কারো উপস্থিতিতেও বিয়ে শুদ্ধ হয়ে যাবে, যাদের সাক্ষ্য উক্ত বর বা কনের ব্যাপারে শরিয়ত গ্রহণ করে না।যেমন,কেউ কোনো মহিলাকে তালাক দেয়ার পর তাদেরই নিজ সন্তানদের সামনে দ্বিতয়বার বিয়ে করে নিল,বা বর তার সন্তানদের সামনে বা কনে তার সন্তানদের সামনে বিয়ে করে নিল,তাহলে ঐ সব বিয়ে বিশুদ্ধ হয়ে যাবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/২৬৭)এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/1219

সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার ছেলে এক সাক্ষী এবং অন্য এক সাক্ষী মিলে সর্বমোট দুই সাক্ষী হয়েছে। দুই সাক্ষীর উপস্থিতিতে বিয়ে হয়ে যাওয়ায় উক্ত বিয়ে শুদ্ধ হয়েছে। যেহেতু আপনি আপনার ছেলেকে বিয়ের অনুমোদন বা ইযিন দিয়েছেন, তাই আপনার জন্য কবুল শ্রবণ করা শর্ত নয়। বরং ঐ দুইজন সাক্ষী শ্রবণ করে নিলেই হবে।বিয়ে শুদ্ধ হয়ে যাবে।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (602,190 points)
সংযোজন ও সংশোধন করা হয়েছে।

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...