আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
170 views
in পবিত্রতা (Purity) by (11 points)
edited by
আসসালামু আলাইকুম শায়েখ। আমার কিছু প্রশ্ন ছিলো।

1কাপড়ে নাপাকি লাগলে তা তিনবার ভালো করে নিংড়াতে হয়। তৃতীয় বার খুব ভালো ভাবে নিংড়াতে হবে যাতে একাটা ফোটাও যেন না পরে। এখন আমার অনেক সময় দেখা যায় অনেক কাপড় নিংড়াতে খুব কষ্ট হয়। তৃতীয়বার সর্বোচ্চ চেষ্টা করি ভালোভাবে নিংড়াতে কিন্তু কিছু পানি থেকেই যায়। এতে কি কাপড় নাপাক থাকবে??

2* এবং উক্ত কাপড়ের পানি অন্য কাপড়ে লাগলে সেটাও কি নাপাক বলে বিবেচিত হবে??

3*কাপড় শুকিয়ে গেলেও কি নাপাক থাকবে?

4*পুকুরে কাপড় ধুলে কি তিন বারই ধুতে হবে?? নাকি একবার ভালো করে ধুলেই হবে??? পানি প্রবাহিত না। পুকুর আবদ্ধ।

5*টেপের পানি দ্বারা ধৌত কি ৩ বারই করতে হবে??

6* তিনবারের বেশি ধুলে কি কাপড় পাক হবে? মানে আমি যদি ৫-৬ বার ধুয়ে ফেলি এতে করে কি কাপর পাক হবে?

7*অনেক সময় মনে থাকেনা কত বার ধুলাম। এক্ষেত্রে বিধান কি???

8 *কাপড়ে প্রস্রাবের ছিটা লাগলে এই কাপড়ের সাথে ভালো কাপড় লাগলে কি কাপড় নাপাক হয়ে যাবে?
9* অনেক সময় দেখা যায় প্রশাবের ছিটা/ফোটা কাপড়ে লাগলে পানি লেগে সেটা অনেকটা ছড়িয়ে পরে। সেক্ষেত্রে এই কাপড়ের সাথে ভালো কাপড় লাগলে কি ভালো কাপড় নাপাক হয়ে যাবে? যেমন লুঙ্গীতে প্রস্রাবের ছিটা/ফোটা পরলো এবং এটার উপরে পাঞ্জাবি থাকলে কি পাঞ্জাবিও নাপাক হয়ে যাবে////?

10*প্রস্রাব খানায় যেখানে প্রশ্রাব করা হয়, সেখানেই পানি ইউজ করলে উক্ত পানির ছিটা কাপড়ে লাগলে কি নাপাক হয়ে যাবে??

11*শরীরে মশা রক্ত খাওয়া অবস্থায় মশাকে মেরে ফেললে শরীরে/জামায় রক্ত লেগে গেলে কি তা নাপাক হয়ে যাবে? ধৌত করা বাধ্যতামূলক?  নাকি টিস্যু দিয়ে মুছে দিলেই হবে?

জাযাকাল্লাহ শায়েখ।

1 Answer

0 votes
by (574,260 points)
edited by
ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। 
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-


(০১)
হাদিস শরিফে এসেছে,আসমা রাযি. থেকে বর্ণিত,

 أَنَّ النَّبِيَّ  ﷺ قَالَ -فِي دَمِ الْحَيْضِ يُصِيبُ الثَّوْبَ-: «تَحُتُّهُ، ثُمَّ تَقْرُصُهُ بِالْمَاءِ، ثُمَّ تَنْضَحُهُ، ثُمَّ تُصَلِّي فِيهِ

হায়িযের রক্ত কাপড়ে লেগে যাওয়া প্রসঙ্গে রাসূলুল্লাহ ﷺ বলেছেন, ‘পানি দিয়ে ঘষা দিবে তারপর পানি দ্বারা ভালোভাবে ধৌত করবে। অতঃপর সলাত আদায় করবে।’ (বুখারী ২২৭,৩০৭)

শরীয়তের বিধান হলো কাপড়ে/ চাদরে নাপাকি লাগলে তিনবার পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে এবং প্রত্যেকবার ভালো করে চাপ দিয়ে নিংড়াতে হবে। ভালো করে নিংড়িয়ে ধোয়ার পরও যদি দুর্গন্ধ থেকে যায় কিংবা দাগ থাকে তাতে কোনো দোষ নেই। এতেই চাদর কিংবা কাপড় পবিত্র হয়ে যাবে।  (হাশিয়ায়ে তাহতাবী আলাল মারাকী, পৃষ্ঠা নং ১৬১, বেহেশতি জিওর ২/৭৭ )

কাপড়ে অদৃশ্যমান নাজাসত লাগলে, কাপড়কে তিনবার ধৌত করে তিনবারই নিংড়াতে হতে।এবং শেষ বার একটু শক্তভাবে নিংড়ানো হবে যাতে করে পরবর্তীতে আর কোনো পানি বাহির না হয়।(ফাতাওয়ায়ে হাক্কানিয়া;২/৫৭৪,জা'মেউল ফাতাওয়া;৫/১৬৭) 

আরো জানতে ভিজিট করুন- https://www.ifatwa.info/118

وغير المرئية بغسلهاثلاثا والعصر كل مرة
অদৃশ্যমান নাপাক বস্তু তিন বার ধৌত করতে হবে।এবং প্রত্যেকবার নিংড়াতে হবে।
(নুরুল ইযাহ ৫৬)

উল্লেখ্য, তিনবারের কথা বলা হয়, যাতে সন্দেহ না থাকে। অন্যথায় যদি প্রবাহমান পানি যেমন, নদী, পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পাক হয়ে যায়। এক্ষেত্রে তিনবার নিংড়িয়ে ধোয়া জরুরি নয়। (রদ্দুল মুহতার ১/৩৩৩ আলবাহরুর রায়েক ১/২৩৭ শরহুল মুনইয়া ১৮৩) 
,
আরো জানুনঃ 

এখানে মূল শব্দটি হলোঃ
عَصَرَ[ض] (عَصْر)
['আছরুন] শব্দের অর্থ
চাপ দিয়ে বা পাক দিয়ে পানি বের করা
রস বের করা,
নিংড়ানো।

★★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,

প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনি তৃতীয়বার সর্বোচ্চ চেষ্টা করেছেন ভালোভাবে নিংড়াতে। কিন্তু কিছু পানি থেকেই যায়। এতে কাপড় নাপাক থাকবেনা। এতে কাপড় পাক হয়ে যাবে।

তবে খেয়াল রাখবেন যে যাতে অবস্থা এমন হয় যে স্বাভাবিক ভাবে পানি টপকিয়ে না পড়ে।   


(০২)
এক্ষেত্রে উক্ত কাপড়ের পানি অন্য কাপড়ে লাগলে সেটি নাপাক হবেনা।

(০৩)
কাপড় ভিজে থাকা অবস্থা থেকেই পাক বলে বিবেচিত হবে। শুকিয়ে যাওয়ার পর তো কোনো কথাই নেই।

(৪.৫)
পুকুরে বা টেপের পানিতে এত বেশি করে ধোয়া হয়, যাতে নাপাকি দূর হওয়ার ব্যাপারে প্রবল ধারণা হয়ে যায় তাহলে তা পাক হয়ে যাবে। 
তিন বার ধোয়ার প্রয়োজনীয়তা নেই।

(০৬)
তিন বারের বেশি হলে সমস্যা নেই।

(০৭)
মনে যদি প্রবল ধারনা হয় যে তিন বারের কম ধুয়েছেন,তাহলে তিন বার পূর্ণ করবেন।

আর যদি মনে প্রবল ধারনা হয় যে তিন বার বা তার চেয়ে বেশি ধুয়েছেন,সেক্ষেত্রে কোনো সমস্যা নেই।

(৮.৯)
ভালো কাপড়ে ভেজা পাওয়া না গেলে সেটি পাক থাকবে।

(১০)
হ্যাঁ, নাপাক হয়ে যাবে।
এক্ষেত্রে এক দিরহামের কম হলে মাফ।

(১১)
এতে শরীর,জামা নাপাক হবেনা।
ধৌত করা বাধ্যতামূলক নয়।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

0 votes
1 answer 163 views
...