আসসালামু-আলাইকুম শায়েখ,
প্রশ্ন : ১,
আমার স্ত্রিকে আমি বললাম,
(উক্ত কাজটি যদি তুমি করো তাহলে আমি তোমার সাথে থাকবো না), এ কথা বলার সময় আমার কোন নিয়ত ছিলো কিনা আমার মনে নেই.... (আবার সন্দেহ হয় নিয়ত কি ছিলো নাকি না, কিন্তু যতদূর আমার মনে হয় আমার নিয়ত ছিলো না) কারণ, আমি কথাটি বলেছিলাম,,,,
***ভয় দেখিয়ে সতর্ক করার জন্য / সাবধান করার জন্য,, যেনো সে ওইরকম কিছু না করে,
**এখন আমার প্রশ্ন হলো আমার স্ত্রি যদি উক্ত কাজটি করে তাহলে কি তালাক পতিত হবে,,? (আমার নিয়ত কি ছিলো এটা নিয়ে আমি সন্দেহে আছি সংশয় কাজ করছে মনে,,)
এখন কি তালাক হবে,,?
যদি তলাক হয় এর থেকে বাচার উপায় কি,,?