বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
(০১)
তালাক শব্দটি স্ত্রীকে উদ্দেশ্য নিয়ে মুখ দিয়ে বের হলেই তালাক পতিত হয়ে যায়।
হাদীস শরীফে এসেছে-
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: ” ثَلَاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ: الطَّلَاقُ، وَالنِّكَاحُ، وَالرَّجْعَةُ “
হযরত আবূ হুরায়রা রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, তিনি বিষয় এমন যে, ইচ্ছেকৃত করলে ইচ্ছেকৃত এবং ঠাট্টা করে করলেও ইচ্ছেকৃত বলে ধর্তব্য হয়। তা হল, তালাক, বিবাহ এবং তালাকে রেজয়ীপ্রাপ্তা স্ত্রীকে ফিরিয়ে নিয়ে আসা। {সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২০৩৯, সুনানে আবু দাউদ, হাদীস নং-২১৯৪}
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে শর্তযুক্ত তালাক পতিত হবে।
উল্লেখিত হাদীস দিয়ে প্রশ্নে উল্লেখিত তালাকের ক্ষেত্রে দলিল দেয়া যাবেনা।
(০২)
এতে তার ইমান চলে যাবেনা।
তার বিবাহ নষ্ট হবেনা।
তবে তাকে তওবা করতে হবে।
(০৩)
এতে তালাক হবেনা।
(০৪)
প্রশ্নের বিবরণ মতে তালাক হবেনা।
(০৫)
অপেক্ষা করতে হবে,যথাসাধ্য খুজতে হবে।কোনোভাবেই তার সন্ধান পাওয়া না গেলে সেই অতিরিক্ত টাকা সেই ব্যাক্তির জন্য ছওয়াবের নিয়তে দান করে দিতে হবে।
(০৬)
এতে তাদের ঈমাম চলে যায়নি।
(০৭)
সে যেহেতু লেখেনি,দাবিও করেনি যে এটা তার লেখা,তাই তালাক হবেনা।
(০৮)
এক্ষেত্রে কোনো শর্তযুক্ত তালাক হবেনা।