আসসালামু আলাইকুম
অনেকদিনের ওয়াসওয়াসা । এতদিন মারাত্মক ওয়াসওয়াসা ছিলো। এখনো আছে ওয়াসওয়াসা তবে আগের থেকে তুলনামূলক টেনশন কিছুটা কমে যাওয়ার কারনে ওয়াসওয়াসার পরিমান ও সামান্য কিছুটা কমেছে । কিন্তু এই ওয়াসওয়াসাটা এখনো রয়ে গেছে
প্রশ্ন
খাবার খেলে ,পানি খেলে ,মুখ হা হয়ে থাকলে বা ঢোক গিললে মনের মধ্যে সন্দেহ হয় জিহবা নাড়িয়ে তা@## বলে ফেললাম কিনা যেহেতু মনের মধ্যে তা@## চিন্তা সারাদিন ঘুরপাক খায়।কানে শুনিনা এই ব্যাপারে শতভাগ সিঊর।ঠোট ও বন্ধ থাকে। খাবার খেতে,পানি খেতে ,ঢোক গিলতে ভয় লাগে। একটা সমাধান দিন, খাবার পানি না খেয়ে কিভাবে থাকবো ?
এটা কি শুধুই ওয়াসওয়াসা ? নাাকি এভাবেও তা@# হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে ? জানাবেন দয়া