بسم الله الرحمن الرحيم
জবাব,
ইঁদুরের শরীরে
কোনো নাপাকি লেগে না থাকলে ইঁদুরের নাপাক হবেনা। ইঁদুর কোথাও দিয়ে হেটে গেলে সে জায়গা
নাপাক হবেনা। হ্যাঁ
যদি সেই জায়গায় নাপাকির চিন্হ পাওয়া যায়,তাহলে উক্ত স্থান নাপাক বলে বিবেচিত হবে। ইঁদুরের কোনো খাবারে মুখ দিলে
বা কাটলে তা নাপাক হয়ে যায়না
হাদীস শরীফে এসেছেঃ
حَدَّثَنِي
مَالِك عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ
عُتْبَةَ بْنِ مَسْعُودٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ عَنْ مَيْمُونَةَ
زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ عَنْ الْفَأْرَةِ تَقَعُ فِي السَّمْنِ
فَقَالَ انْزِعُوهَا وَمَا حَوْلَهَا فَاطْرَحُوهُ
নবী করীম সাল্লাল্লাহু
আলাইহি ওয়াসাল্লাম-এর সহধর্মিণী মায়মুনা (রাঃ)-এর বর্ণনা,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলায়হি ওয়া
সাল্লামের নিকট জিজ্ঞাসা করা হইল যে, ঘীর মধ্যে ইঁদুর পতিত হইলে
কি করিতে হইবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন,
উহা বাহিরে ফেলিয়া দাও এবং উহার আশেপাশের
ঘৃতও ফেলিয়া দাও। (মুয়াত্তা মালেক ১৮১৪)
সু-প্রিয় প্রশ্নকারী
দ্বীনী ভাই/বোন!
প্রশ্নেল্লিখিত
ছুরতে ইঁদুর কামড়ানো বস্তুতে যদি বাহ্যিক কোন নাপাকির চিন্হ না দেখা যায় বা নাপাকির
কোন গন্ধ বা আলামত না পাওয়া যায় তাহলে তা নাপাক হবে না। এবং ভেজা হাতে তা স্পর্শ করলেও
নাপাক হবে না।