ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
কোন মেয়ে যদি মেসেজে স্বামীকে বলে আমি তুমাকে বিশ্বাস করি না।তুমার সাথে থাকব না।তালাক দাও।স্বামী যদি বলে বিশ্বাস না করলে থাকিও না আমার সাথে অথবা যদি বলে বিশ্বাস না করলে চলে যাও থাকিও না।
এদ্বারা তালাক হবে না।কেননা এটা কেনায়া শব্দ নয়। যা কিনা তালাক চাওয়ার মুহূর্তে তালাক হতে পারে।
(২)
স্বামীকে আর জিজ্ঞেস করবেন না এবং আমাদের ওখানেও জিজ্ঞেস করবেন না।বরং ওয়াসওয়াসাকে পরিহার করে সুখের সাথে সংসার করার চেষ্টা করুন।
(৩)
স্বামীকে জিজ্ঞাস করা যাবে না। এবং জিজ্ঞাসা না করার কারণে আপনার গোনাহও হবে না।