১. "আমি তোমাকে ভালবাসি না" এটি কি কেনায়া বাক্য?
২. "তোমার যা মনে হয়" - এটি কি কেনায়া বাক্য?
৩. স্ত্রী স্বামীর কাছে তালাক চাওয়ার পর বা স্বামী স্ত্রীকে তালাক দিবে এমন বলার পর বা স্বামী স্ত্রীর কথোপকথন এর সময় যখন তালাকের মজলিশ হয় তখন স্বামী যদি স্ত্রীকে অন্য বিষয় নিয়ে কথা বলে যেমন- "কাল অনেক সকালে উঠতে হবে, ঘুমিয়ে যাও" এইভাবে কথা ঘুরিয়ে অন্য দিকে নিয়ে যাওয়ার ফলে কি তখন তালাকের মজলিশ থাকবে নাকি শেষ হয়ে যাবে বুঝাবে?
৪. ইমদাদ হুজুর আপনি কাল উত্তরে বলেছিলেন, কেউ যদি তার স্ত্রীকে বলে "আমাকে দিয়ে এমন কিছু বলাইও না যেটা তুমি শুনতে চাও না" এটি বলার দ্বারা স্ত্রীকে তালাকের উপর ধমক দেওয়া বুঝাবে।
"যদি স্বামী তালাক দেয়ার উপর ধমক দিতে থাকে,বা স্ত্রী তালাক চায়,বা সেখানে অন্য কোনো ব্যাক্তি সেই স্বামীকে তালাক দেয়ার উপর উদ্ভুদ্ধ করে,তাহলে সেটিকে তালাকের মজলিস,মুযাকারায়ে তালাক বলা হবে।"
তাহলে স্বামী যদি স্ত্রীকে বলে "আমাকে দিয়ে এমন কিছু বলাইও না যেটা তুমি শুনতে চাও না"- এটি বলাতে কি তালাকের মজলিস হয়ে যাবে যেহেতু স্বামী তালাকের উপর ধমক দিচ্ছে এইখানে?