ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
বিয়েকে দোহড়ালে পূর্বের মহর ও বর্তমান মহর উভয়টাই আদায় করতে হবে। সম্পূর্ণ মহর আদায় করতে হবে।হ্যা, স্ত্রী মন থেকে তথা নিজ পক্ষ্য থেকে মাফ করে দিলে, স্বামী ক্ষমা পেয়ে যাবে। নতুবা স্বামীকে অবশ্যই আদায় করতে হবে।
(২)
"স্ত্রী রাগে দুঃখে বলেছিল,এসব যদি আরো হয় তাহলে যেদিকে চোখ যায় চলে যাব।তখন আমি বলছিলাম আচ্ছা যেও।"
এদ্বারা তালাকও হবে না। এবং তালাকের অনুমোদনও হবে। অধিকার প্রদাণও হবে না। এখানে কোনটাই হবে না।