ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
স্বামী স্ত্রী মেসেজে ঝগড়া করতেছিল।ফোনে কথা হওয়ার সময়।স্ত্রী যদি বলে আমাকে তালাক দাও।আর যদি বলে এখন কাজী অফিসে যোগাযোগ কর আর ডিভোর্সের পেপার বানাইতে বল।স্বামী যদি বলে ঠিক আছে বলতেছি এখন মানে স্ত্রীর সাথে কথা শেষ হলে বলবে আর কি।কিন্তু বলে নি।একটু পর সব ভাল হয়ে যায়।তাহলে এর দ্বারা তালাক হবে না।
২।কাজীকে ফোন করে বলেছে কিনা স্ত্রী জানে না। স্বামী যদি কাজীকে ফোন করে তালাকের কাগজ রেডি করতে বলে,এখানে কাগজ রেডি দ্বারা যদি তালাক হয়েছে, সেটাই কাজী লিখবেন, এমন হয়ে থাকে, তাহলে তালাক হয়ে যাবে।
৩।আগের কথা তহ স্বামী ধরেন স্ত্রীকে বলে নি কিছু আর।স্ত্রীর মনে সন্দেহে আসতেছে ধরেন কোন বলেছিল কিনা কাজীকে ফোন করে।জানে না সে।স্বামীও বলেনি বলেছিল কিনা সেটা কোনদিন।এসব বিষয়ে সন্দেহ আসে স্ত্রীর ভয় লাগে। সে স্বামীর সাথে থাকতে চায়। স্ত্রীর স্বামীকে জিজ্ঞেস করবে।স্বামী প্রথম জবাব দেয়ার পর আর কোনো প্রশ্ন করবে না।