ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
"এমন কাজ করো না,যে কাজ করলে সম্পর্ক খানখান হয়ে না যায়"।
যেহেতু এখানে নির্দিষ্ট কোনো কাজের কথা উল্লেখ করেনি, তাই তালাক হবে না।
(২)
"সকালে আসছেন" এই বাক্য উচচারনকালীন মুহুর্তে কিংবা উচ্চারনের ঠিক ২ সেকেন্ড পূর্বে যদি তার মনে এরুপ খেয়াল আসে যে, "তিনি যেন তার স্ত্রীকে ( তা.....) দিয়ে সকালে আসছেন।
তাহলেও তালাক হবে না।
(৩)
যদি কোন ব্যক্তি তার স্ত্রীকে কোন কাজে কোন স্থানে পাঠানোর জন্য বলে "তুমি চলে যাও" আর ঠিক উচ্ছারন মুহুর্তে কিংবা উচ্ছারণের ঠিক ২/১ সেকেন্ড পূর্বে যদি তার মনে (তা.....) খেয়াল আসে কিংবা যদি তার মনে এরূপ মনে হয় যেন তাকে সত্যিই চলে যেতে বলতিছে কিন্তু তার মনে বিন্দুমাত্র বিচ্ছেদের নিয়ত নাই। তাহলে তালাক হবে না।