শাইখ, আমার ব্লিডিং তো একদিন, দুইদিন বন্ধ থেকে থেকে হয়েছে। নিচে তারিখ সহই দিয়েছি।
এরকম হলেও কি আপনি যেভাবে বললেন সেভাবে হিসাব করব শাইখ? ওইযে ১০, ১৫ এর হিসাব এভাবেই করব?
২য় নেফাসের তারিখের হিসাবঃ
[[//২য় নেফাস শেষ, ৭ই আগস্ট(২০২২ সাল) যোহর থেকে আলহামদুলিল্লাহ। ৩ দিন অফ থেকে আবার ব্লিডিং হয়। মাঝে মাঝে হয়। লাস্ট হয়ত ব্লিডিং হয় শুক্রবারে (১২/ ০৮/২২),( ২১/০৮/২২), (২৪/০৮/২২), (28/08/22), (30/08/22), (৩/০৯/২২--যো,আ), (06, 09, 22),( 07,09, 22), এরপর পর পর হয়ে কন্টিনিউ ডিপ ব্লিডিং হয়।
৯ তারিখ রাত থেকে জ্যামিক+ মেনসিল খাওয়া শুরু করি আলহামদুলিল্লাহ। ১০ তারিখ সকালে প্যাডে আর ব্লাডের চিন্হ দেখিনি। ১১ তারিখ ফজরের পরে ব্লাডের চিহ্ন দেখেছিলাম। এর পর ব্লিডিং হয়েছে ২৪ তারিখ মাগরিবের আগে।//]]
শাইখ, আমার ব্লিডিং তো এভাবে বন্ধ থেকে থেকে হয়েছে। উপরে তারিখ দিয়েছি। এখন আপনি যেভাবে বলেছেন, ওইভাবে হিসাব করলে চলতি মাসের ১৬ তারিখ পর্যন্ত ইস্তিহাজার হিসাব আসে। কিন্তু ১১ তারিখ সকালেই আমার ব্লিডিং অফ হয়ে যায়। তাহলে তো ২৪ তারিখ মাগরিবের আগের আমার ব্লিডিং টাই তো হায়েজ হিসেবেই ধর্তব্য হচ্ছে তাইনা? [যদিও আমি সালাত কন্টিনিউ করেছি আলহামদুলিল্লাহ ]
শাইখ, আমার হিসাবটা কি ঠিক আছে?