আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহ।। আমার আগের প্রশ্নটি ভুল ছিলো। এটা আমার বুঝার ভুল তার জন্যে আফওয়ান। আসলে প্রশ্নটি হবে -
উস্তাদ যুব উন্নয়ন থেকে লেপটপ বা মোবাইল কেনার জন্য যেই ঋণ দেওয়া হয় সেটা গ্রহন করা কি বৈধ হবে? তাদের সেবার ধরন হলো,,,
সেবা প্রাপ্তির শর্তাবলি
ক. সরকারি পর্যায়ে পরিচালিত ক্ষুদ্রঋণ কর্মসূচির আওতায় আবর্তক ঋণ তহবিল ব্যবহারের সমন্বিত নীতিমালা।
খ. যুব উন্নয়ন অধিদপ্তরের ক্ষুদ্রঋণ কার্যনির্দেশিকা অনুমোদিত আবেদনকারীদের চেক বিতরণের পূর্বে ৩০০/- টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তিবদ্ধ হতে হয়। ঋণের বিপরীতে ৫% অগ্রিম সঞ্চয় হিসাবে জমা করতে হয়। ঋণ পরিশোধ শেষে উক্ত ৫% অর্থ ঋণগ্রহীতাদের ফেরৎ প্রদান করা হয়।
আমি একজন শিক্ষার্থী এবং আমার বাসা থেকে চাইছে এই ঋনের জন্যে আবেদন করতে,,, এখানে নিজের ছবি ও দিতে হবে। এক্ষেত্রে পর্দার কি সমস্যা হবে কিনা.? আরেকটি বিষয় হচ্ছে এই লেনদেনটি তো সুদি ব্যাংকের মাধ্যমে হবে তাই আমার এখন কি করনীয় ? এই সবকিছু কি হালাল হবে? উত্তরটি জানলে খুব উপকৃত হবো,,, এটির কারনে অনেক ঝামেলা হচ্ছে।
জাজাকুমুল্লাহ খাইরান।।
আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারকাতুহ।।।