একজন বোন ২০ সপ্তাহ অর্থ্যাৎ ৫ মাসের গর্ভবতী। গর্ভের বাচ্চার শুরু থেকেই নানান সমস্যা ছিল,শারীরিক মানসিক সমস্যার কথা বলেছিল যেসব কারনে গর্ভপাতের কথা ডাক্তার বলেছিল কিন্তু ডাক্তার নিশ্চিতভাবে হবেই বলতে না পারায় , সে আশায় ছিলো হয়তো বাচ্চা বড় হতে হতে সে ঠিক হয়ে যাবে।কিন্তু ২০ সপ্তাহের আল্ট্রাতে দেখা গেছে বাচ্চার সমস্যা অনেক বেশি বেড়ে গেছে,কিছুই ঠিক হয়নি।বাচ্চার পা বাঁকা ফলে সে হাটতে পারবে না,হাতও বাঁকা,মেরুদন্ডের হাড় বাঁকা,বাচ্চার চেহারা অস্বাভাবিক,ঘাড়েও সমস্যা ,বাচ্চার হাত পা ও অনেক ছোট ফলে সে সাধারন বাচ্চাদের মতো বড় হবেনা এবং এছাড়াও বাচ্চার মানসিক সমস্যা থাকার সম্ভবনা অনেক বেশী আর শারীরিক সমস্যাগুলোও ঠিক হওয়ার সম্ভাবনা খুব কম।প্রত্যেকটা ব্যাপার ব্রেইন থেকে কানেক্টেট হলে ব্যপারগুলা সিউর যে কখনো ঠিক হবেনা কিন্তু এটি পুরোপুরি সিউর হওয়ার জন্য অপেক্ষা করলে পরবর্তীতে মায়ের জীবন আশংকিত হতে পারে।একজন বিশেষজ্ঞ মুসলিম ডাক্তারের সব রিপোর্ট দেখে বলছে,এই প্রেগনেন্সি কন্টিনিউ করলে ফ্যামিলি এবং বাচ্চা উভয়ের জীবন কষ্টকর এবং মানসিক স্বাস্থে প্রভাব পরবে।এছাড়াও দেশের বাইরে থাকার দরুন এই দম্পতিকে সাপোর্ট দেওয়ার মতো কেউ নেই,বাবাকে সারাদিন বাইরে থাকতে হবে জীবিকার তাগিদে,মাকে একা এমন অসুস্হ বাচ্চা যে নিজে কিছু করতে পারবেনা,বুঝবেনা তাকে মানুষ করা,হসপিটালে যাওয়া কষ্টসাধ্য,এমনকি পরবর্তীতে ২য় বাচ্চা নেওয়ার কথা চিন্তা করাও কঠিন হয়ে যাবে।এ অবস্হাতে কি গর্ভপাত জায়েজ হবে?