বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ
3428 নং ফাতওয়ায় উল্লেখ করেছি যে, আল্লাহ তা'আলা বলেন,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَدْخُلُوا بُيُوتًا غَيْرَ بُيُوتِكُمْ حَتَّى تَسْتَأْنِسُوا وَتُسَلِّمُوا عَلَى أَهْلِهَا ذَلِكُمْ خَيْرٌ لَّكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ
হে মুমিনগণ, তোমরা নিজেদের গৃহ ব্যতীত অন্য গৃহে প্রবেশ করো না, যে পর্যন্ত আলাপ-পরিচয় না কর এবং গৃহবাসীদেরকে সালাম না কর। এটাই তোমাদের জন্যে উত্তম, যাতে তোমরা স্মরণ রাখ।(সূরা আন-নূর-২৭)
চার মাযহাব সম্বলীত সর্ব বৃহৎ ফেক্বাহী গ্রন্থ "আল-মাওসু'আতুল ফেক্বহিয়্যায়(৩/১৪৪)"বর্ণিত রয়েছে,
إن من يريد الدخول، إما أن يكون صغيرا غير مميز، أو صغيرا مميزا، أو كبيرا، والمراد بالتمييز هنا: القدرة على وصف العورات
ঘরে প্রবেশের জন্য অনুমতি প্রার্থী ব্যক্তি হয় অবুঝ শিশু হবে,বা বুঝদ্বার(যে শরীরের সাধারণ অঙ্গ ও গোপনাঙ্গ সম্পর্কে ধারণা রাখতে পারে)শিশু হবে কিংবা বালেগ তথা প্রাপ্ত বয়স্ক হবে।
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
উপরোক্ত মূলনীতির আলোকে বলব যে,আপনি আপনার মা বাবার রুমের দিকে তাকাতে পারবেন। এতে কোনো সমস্যা হবে না।