বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
তাসবীর বা ফটো হারাম।এ সম্পর্কে অসংখ্য হাদীস রয়েছে।তন্মধ্যে একটি হাদীস উল্লেখ করছি-
হযরত আব্দুল্লাহ ইবনে উমর(রা.)থেকে বর্ণিত,তিনি বলেন,
عَنْ نَافِعٍ، أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَخْبَرَهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الَّذِينَيَصْنَعُونَ هَذِهِ الصُّوَرَ يُعَذَّبُونَ يَوْمَ القِيَامَةِ، يُقَالُ لَهُمْ: أَحْيُوا مَا خَلَقْتُمْ "
রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন,যারা ফটো বানায়, কিয়ামতের দিন তাদের শাস্তি দেয়া হবে এবং তাদের উদ্দেশ্যে বলা হবে,যা তোমরা বানিয়েছ তাতে জীবন দাও।[সহীহ বুখারী-৫৯৫১] বিস্তারিত জানুন-
2253
সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
কর্টুনের ছবি সম্ভলিত কোনো আর্টিকেল ডাউনলোড করা কখনো জায়েয হবে না।ডাউনলোড করার পূর্বে যদি জানা না যায় যে,তাতে ছবি রয়েছে,তাহলে যদিও ডাউনলোড করাতে কোনো সমস্যা আপাতত হচ্ছে না,তবে তাৎক্ষণিক সেই ছবিকে ডিলেট দিয়ে দিতে হবে।
তবে যদি আপনার অার্টিকেল শিক্ষা সম্পর্কীয় হয়,তাহলে সেই আর্টিকেলে কার্টুন বা ছবিকে কিছু সংখ্যক উলামায়ে কেরাম অনুমোদন দিয়ে থাকেন।
বিস্তারিত জানতে ভিজিট করুন-
320