আসসালামু আলাইকুম হুজুর! আপনাকে ধন্যবাদ হুজুর, আপনার এই ফতুয়া
https://ifatwa.info/55148/ অনুযায়ী আমাদের বিয়ে সহিহ হয়েছে আলহামদুলিল্লাহ,এখন আমরা আগের মতই স্বামী স্ত্রী হিসেবেই আছি আলহামদুলিল্লাহ, কিন্তু শায়েখ এখন নতুন সমস্যায় পড়েছি,আমার বিয়ে নবায়ন করার পর ২/৩ দিন ভালোই ছিলাম, কিন্তু কিছুদিন ধরে আমার মাথায় শুধু তালাক শব্দ আসে, আমি না চাইলেও ভাবনা আসে, এমন কি একবার সপ্নও দেখি যে আমি আমার স্ত্রীকে ৩ তালাক্ব দিয়ে দিছি,আবার নামাজে দাড়ালেও এমনকি সেজদায় গেলেও মুখ থেকে তালাক্ব শব্দ বের হয়ে যায়, আর প্রায় সময়েই তালাক্ব শব্দ মুখ থেকে বের হয়ে যায়, আর এমন ভাবনা আসে যে, একটা ত দিয়ে দিছো,বাকি ২টাও দিয়া দাও ভালো হবে তোমার জন্য, আমি আমার স্ত্রীকে তালাক্ব দিতে চাই না কোনসময় হুজুর, তাকে তালাক্ব দেওয়ার বিন্দুমাত্র উদ্দেশ্য আমার নাই, আমি না চাইতেও কেন জানি এইসব চিন্তা ও টেনশন আসতেই থাকে মাথায় এবং আমার স্ত্রীর কথা ভাবতে ভাবতেও মুখ দিয়ে তালাক শব্দ বের হয়ে গেছে অনেকবার, সবকিছুই কেমন জানি অস্থির লাগে,বারবার আমি না চাইলেও এইসব বাজে চিন্তা আমার মাথাটাকে খেয়ে ফেলছে হুজুর অথচ আমি তালাক্ব এর বিরুদ্ধে আছি,
১/ একদিন বন্ধুদের সাথে এক আড্ডায় উদাহরণ দিতে গিয়ে আমার স্ত্রীকে উদ্দেশ্য করে "তালাক্ব দিছি,দিবো,দিলাম,দিয়া দিবো" কি বলছিলাম সঠিক মনে নেই এবং বারবার মনে করার চেষ্টা করি কিন্তু মনে আসতেছে না, এতে কি তালাক্ব হবে হুজুর?? এটা বিয়ে নবায়ন করার পরের ঘটনা
২/নামাজে ও সেজদায় তালাক্ব শব্দ মুখ থেকে বের হয়ে যায়, এতে কি তালাক্ব হবে??
৩/আমি অনেক তালাকের মাসআলা দেখি ইন্টারনেটে ও ইউটিউবে, যার কারণে প্রতিনিয়ত মাসআলাগুলো মাথায় আসে আর আসার সাথে সাথে মুখ দিয়েও বলে ফেলি,এখানে আমার স্ত্রীকে উদ্দেশ্য করে নয়, শুধু মাসআলা গুলোর তালাক্ব বলাটাকে দোহরাই, এতে কি কিছু হবে??
৪/ একদিন গাড়িতে বসে স্ত্রীর সাথে কথা শেষ হওয়ার পর স্ত্রীর কথা ভাবতে ভাবতে তাকে তালাক্ব দেওয়ার উদ্দেশ্য ছাড়া মুখ দিয়ে তালাক শব্দ বের হয়ে যায় কিন্তু সাথে সাথেই আমি তালাক শব্দের সাথে আরো কিছু শব্দ মিলাই যেগুলো তালাক্বের মধ্যে পড়ে না এবং অন্য বাক্যের সাথে নিয়ে যাই,
৫/আমাদের কি আবারও তালাক্ব হয়ে গিয়েছে?? আমি তো চাই না তালাক্ব,কেনো এমন হয়?? এগুলো কি কোন রোগ?? কিভাবে বাচা যায়?? আশাকরি হেল্প করবেন হুজুর,ধন্যবাদ