আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
170 views
in পরিবার,বিবাহ,তালাক (Family Life,Marriage & Divorce) by (16 points)
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি
আমি একজন মুসলিম বিবাহিত নারী,। গত কয়েকবছর আগে আমি ১ম স্বামীকে  কিছু দিনের মাথায়  তালাকনামা পাঠিয়ে ২ য়  স্বামীকে বিয়ে করি।এখন কয়েক বছর পর জানতে পারি মেয়ের তালাকের অধিকার নাই।আর আমার ১ ম স্বামীর বিবাহের কাবিননামা ইজাব কবুলের আগেই হয়।সেক্ষেত্রে পরিস্কার যে আমার তালাকটা হয়নি আর পরবর্তী বিয়েটাও হয়নি।এমতাবস্থায় ১ ম স্বামী র সাথে যোগাযোগ করা হলে জানা যায় তিনিও বিয়ে করেছেন। তার কাছে নতুন করে খুলা তালাক চাইলে তিনি কোনভাবেই তাতে রাজি না জেদের বশে টাকা দিতে চাইলেও তিনি কিছু বলতে চান না,তিনি আমি ওসব ভুলে গেছি, মনে করতে চাইনা।কোন ভাবে রাজি করা যাচ্ছে না।এমতাাবস্থা য় আমার ২য় স্বামীর ঘরে একজন সন্তান আছে। এখন এই অবস্থায় আমি নিরুপায়। কোন অবস্থায় ১ ম স্বামী খুলা দিতে রাজি নয়।কিছু টাকা দিতে চাইলেও তিনি  এসব নিয়ে মাথা ঘামাতে রাজি নয়।এদিকে ২য় স্বামী সাথে শারীয়াহ মতে থাকা যেনা। আপাতত 2য় স্বামী থেকে ভিন্ন ঘরে থাকি।এখন কয়েক বছর আমি হতাশা গ্রস্ত,আমার  জীবনহুমকির মুখে, আমি বর্তমানে আল্লাহকে ভয় করি।আর আমি স্বাভাবিক জীবনে  শরীয়াহ মোতাবেক ফিরে  যেতে চাই।

দয়া করে আমাকে   সমাধান জানিয়ে উপকৃত করবেন। আমি মাজলুম হয়ে পড়েছি।প্রতিনিয়ত আল্লাহর কাছে ক্ষমা প্রাথনা করছি।

1 Answer

0 votes
by (579,240 points)
জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته 
بسم الله الرحمن الرحيم


মহান আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ- 

وَلَا يَحِلُّ لَكُمْ أَن تَأْخُذُوا مِمَّا آتَيْتُمُوهُنَّ شَيْئًا إِلَّا أَن يَخَافَا أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ ۖ فَإِنْ خِفْتُمْ أَلَّا يُقِيمَا حُدُودَ اللَّهِ فَلَا جُنَاحَ عَلَيْهِمَا فِيمَا افْتَدَتْ بِهِ ۗ تِلْكَ حُدُودُ اللَّهِ فَلَا تَعْتَدُوهَا ۚ وَمَن يَتَعَدَّ حُدُودَ اللَّهِ فَأُولَٰئِكَ هُمُ الظَّالِمُونَ [٢:٢٢٩]

আর নিজের দেয়া সম্পদ থেকে কিছু ফিরিয়ে নেয়া তোমাদের জন্য জায়েয নয় তাদের কাছ থেকে।
কিন্তু যে ক্ষেত্রে স্বামী ও স্ত্রী উভয়েই এ ব্যাপারে ভয় করে যে,তারা আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, অতঃপর যদি তোমাদের ভয় হয় যে,তারা উভয়েই আল্লাহর নির্দেশ বজায় রাখতে পারবে না, তাহলে সেক্ষেত্রে স্ত্রী যদি বিনিময় দিয়ে অব্যাহতি নিয়ে নেয়,তবে উভয়ের মধ্যে কারোরই কোন পাপ নেই। এই হলো আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা। কাজেই একে অতিক্রম করো না। বস্তুতঃ যারা আল্লাহ কর্তৃক নির্ধারিত সীমা লঙ্ঘন করবে,তারাই জালেম। [সূরা বাকারা-২২৯]

প্রিয় প্রশ্নকারী দ্বীনি বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার জন্য উচিত হলো,যদি কোনোভাবেই ১ম স্বামী খোলা তালাক না দিতে চায়,সেক্ষেত্রে ১ম স্বামীর বিরুদ্ধে আদালতে মামলা করা।  আদালতের মাধ্যমে স্বামীকে তালাক দিতে বাধ্য করানো।
,
যদি এটা সম্ভব না হয়, তাহলে গ্রহণযোগ্য উলামা সমন্বিত পঞ্চায়েতের মাধ্যমে উক্ত সমস্যার সমাধানের চেষ্টা করা।

ইনশাআল্লাহ সমাধান মিলবে,তারপর ইদ্দত পালন শেষে আপনি নতুন করে এই ২য় স্বামীকে বিবাহ করতে পারেন অথবা অন্যত্রে বিবাহ করতে পারবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

------------------------
মুফতী ওলি উল্লাহ
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

by (16 points)
উলামায়ে সমন্বিত পঞ্চায়েত কিভাবে গঠন করা যায়। এটা জানানো হলে উওম হত
by (579,240 points)
+1
নিজ এলাকার বিজ্ঞ উলামায়ে কেরাম ও মুরব্বিদের সাথে বৈঠক করে বিষয়টি তাদের অবহিত করে পঞ্চায়েত গঠন করা যেতে পারে।
by (16 points)
edited by
উপরোক্ত সুরতে   গ্রহনযোগ্য পঞ্চায়েতের মাধ্যমে বিবাহ বিচ্ছেদ ঘটলে, উক্ত নারীর ইদ্দত  সময় কত হবে??? বিঃদ্রঃ যদি এমতাবস্থায় নারী  দুই মাসের গর্ভবতী হয় তবে কি ইদ্দত কম-বেশি  হবে??। জাজাকাল্লাহ খাইরান 

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...