কোন এক সামি তার স্ত্রিকে বলছে যে, এখন আর তোমার পরিবার তোমাকে দাম দিবে না
এতদিন সহানুভুতি দেখাইছে যে, আহারে সামি নাই, সংসার নাই, ছারান খাইছে,
সামির এই কথায় কি সমসসা হবে, কারন সেই সামি তার স্ত্রি কে এখন ও ছারে নাই
উল্লেখ যে, কিছু জামেলার কারনে সেই স্ত্রি বাপের বাড়ি থাকত, সসুর বারি আসার পর সামি স্ত্রির এর মাযে এমন কথা হয়,
যেহেতু সামি তার স্ত্রি কে এখন ও ছারে নাই, তারা একসাথে মিলে মিশে বসবাস করছে তাই সামির এমন কথায় কি কোন সমসসা হবে?????