আসসালমুআলাইকুম শায়েখ,
আমি ট্রেন এ করে ঘুরতে যাচ্ছি আমি এবং আমার স্ত্রী। আমার স্ত্রী বার বার বাইরে হাত বের করছে আমি নিষেধ করছি।
হটাৎ মনে হলো আবার হাত বের করলে তালাক । বা তালাক দিবো ইত্যাদি। সে হাত বের করেছিল আবার।
আমার ভয় হয়ে যায় কারণ আমার নিয়ত নেই ভুল করে মনে মনে হয় গিয়েছে। দিয়ে সমস্ত ঘটনা আবার আমার স্ত্রী কে বললাম। সে বলল কিছু হবে না।
১. মনে মনে বলেছিলাম নিয়ত ছিলনা , এতে কি তালাক হবে?
২. তালাকের ভয় পেয়ে, যেহেতু স্ত্রী কে সব বর্ণনা করলাম সে তো শুনে নিল তাহলে কি এবার হাত বের করলে তালাক হবে?