১/আমি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে পড়তে চাচ্ছিলাম।এইসব নিয়ে বিদেশি কান্ট্রিরা লিখালিখি করে।তবে আমি তাদের নিয়মে বাচ্চাকে প্রতিপালন করবোনা।ইসলামি নিয়মেই করব।আমি চাইল্ড ডেভেলপমেন্ট নিয়ে একটা পিডিএফ পাই নেটে।ভালো একটা বই।এখন ওখানে লিখা "all rights reserved "
আমি বই কিনতে পারব না এখন।আর বইটি বাংলাদেশে আছে কিনা তাও জানিনা।পড়লে খুব উপকার হতো।এক আপুকে জিজ্ঞাসা করেছি এই পিডিএফ টা পড়ার পারমিশন আছে কিনা?উনি বুঝাতে চাইলেন বাইরের কোনো দেশের বই যেগুলো আমাদের দেশের জন্য সহজলভ্য নয় সেগুলো ব্যবহার করার অনুমতি আছে। পিডিএফটা পড়বো? অনুমতি ছাড়া পিডিএফ পড়লে কি হক নষ্ট হবে?হাশরের ময়দানে কি জবাব দিতে হবে?