ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
আমাদের এখানে ওয়াসওয়াসা রোগীদের জন্য এক ভাই কমেন্ট করোছেন। উনার কমেন্টটি আমাদের দৃষ্টিতে আপনার জন্য উপরকারী মনে হচ্ছে।তাই উক্ত কমেন্টকে জবাব আকারে উপস্থাপন করছি।
...................
সম্মাণিত দ্বীনি বোন!
আপনার প্রতি পরামর্শ হল, আপনি কোন সাইকিয়াট্রিস্ট এর শরাণাপন্ন হোন অথবা সম্ভব না হলে সরকারি মেডিক্যালের সাইকিয়াট্রি বিভাগ এর আউটডোর এ দেখান। ওয়াসওয়াসা একটি মানসিক রোগ, যাকে মেডিক্যালের ভাষায় ওবসেসিভ কম্পালসিভ ডিসওর্ডার(OCD) বলে। অনেক দিনের শয়তানি ওয়াসওয়াসা মানসিক রোগে পরিণত হয়। আপনার তালাক নিয়ে ওয়াসওয়াসা, এটি মানসিক রোগে পরিনত হয়েছে, যা আপনাকে মানসিকভাবে অনেক কষ্ট দিতে থাকবে। শুধু মাথায় তালাকের চিন্তায় ঘুরে ফিরে আসবে এবং তা থেকে বের হওয়া যায়না।
ইনশাআল্লাহ এ রোগ ৩/৪ মাস মেডিসিনে ও কাউন্সিলিং এ ভাল হয় এবং মেডিসিন কন্টিনিউ করতে হবে, সাথে আল্লাহর কাছেও এ রোগ মুক্তির জন্য দোয়া করতে হয়।
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনার সাথে ফোনেও অনেকবার আলাপ হয়েছে।এবং এ বিষয়ে আপনি ইতিপূর্বে অনেকবার প্রশ্নও করেছেন, প্রতিবারই আমরা বলোছি, হ্যা, সূচক মাথা নাড়ানোর জন্য তালাক হবে না। ওয়াসওয়াসি রোগীদের জন্য তালাকের বিধান অকার্যকর। সুতরাং তালাক হবে না।এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/835