বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
১. স্ত্রী স্বামী কে জিজ্ঞাসা করে, "সত্যি কেনায়া বলার সময় তোমার তালাকের নিয়ত ছিল না?
তখন স্বামী বলে "না"। স্বামী না বলেছে কারণ তার নিয়ত ছিল না।
এইভাবে উত্তর দেওয়া সঠিক হয়েছে।
২. স্ত্রী স্বামীকে জিজ্ঞেস করে " সত্যি কেনায়া বলার সময় তোমার তালাকের নিয়ত ছিল না?
তখন স্বামী বলল "হ্যা"। স্বামীর নিয়ত ছিল না তাই হ্যা বলেছে।
স্বামীর এইভাবে উত্তর দেওয়াটা সঠিক হয়নি।তবে এদ্বারা তালাক হবে না।
৩. "সত্যি কেনায়া বলার সময় তোমার তালাকের নিয়ত ছিল না?" স্ত্রীর এই প্রশ্নের উত্তরে স্বামী "হ্যা" বলে। পরে স্ত্রী ভয় পেয়ে যায়, বলে তুমি হ্যা কেন বললে?
তখন স্বামী বলে, "আরে না বলেছি"।
একটি প্রশ্নের উত্তর স্বামী দুইভাবেই দিয়েছে। হ্যা বলাতেও সে বুঝিয়েছে নিয়ত ছিল না, পরে "আরে না বলেছি" বলাতেও সে নিয়ত ছিল না বুঝিয়েছে।
প্রথম ক্ষেত্রে জবাবটা সঠিক ও বিশুদ্ধ হয়েছে, তবে দ্বিতীয় ক্ষেত্রে বিশুদ্ধ হয়নি। দ্বিতীয় ক্ষেত্রে বিশুদ্ধ না হলেও তালাক কিন্তু হবে না।