১.আমি অনেক বার আল্লাহর কাছে দোয়ায় হারাম জিনিস চেয়েছিলাম। এতে কি আমার কুফর হয়েছে?শেষ মনে পরছে এইগুলো প্রায় ৬/৭ বছর আগের।
২.আমি কিছু কাল আগেও দোয়া করতাম আল্লাহর কাছে যে, আমাকে দুটি সন্তান দিয়েন। তখন এটা মাথায় ছিলো না যে ইসলাম বেশি সন্তান নিতে উদ্ভুদ্ধ করে। এতে কি কুফর হবে আমার?
৩.আমার সারাদিন বিভিন্ন কাজে শুধু কুফরের কথা মাথায় আসে, সেই পুরাতন পুরাতন কথা মনে হয় যখন এইসব কুফরের কিছুই বুঝতাম না। এবং শুধু ভয়ে থাকি, বউ কুফর করলো কি না, বাবা মার দ্বারা কুফর হলো কি না এই ভয়ে থাকি সব সময়, আমার পুরাতন কোনো কথা মনে হলে কি করনীয়?
৪. আমার বউ বলেছে এমন কোনো পুরাতন কথা, যা কুফরী হলেও হতে পারে,এমন মনে হলে আমার কি করনীয়?
৫. একটা কথা স্বাভাবিক ভাবে কেও বলে/বা কোনো গান গায়, যদি এটা না জানে যে কথা/গান টি কুফরী এতে কি কাফের হবে? মানে সো যদি এটা লয় কুফরী আছে কি না না ভেবেই বলতো থাকে এতে কি কাফের হবে? পরে এসব মনে হলে কি।করণীয়
৬. একটা কথা স্বাভাবিক ভাবে কেও বলে/বা কোনো গান গায়। বলার সময় যদি তার খেয়াল না থাকে যে কথা/গান টি কুফরী এতে কি কাফের হবে? এটা কুফরী বাক্য বুঝার সাথে সাথেই তওবা করে যদি