আসসালামু আলাইকুম। যদি কোন ব্যক্তি তার স্ত্রীর কোন একটি কাজ পছন্দ করে না এবং সেই কাজের দিকে ইংগিত করে ভয় দেখানোর জন্য অন্য কোন বাক্য বলার নিয়তে না শুধু মাত্র ভয়মুলক বাক্য বলার নিয়তে বলে যে, "এমন কাজ করো না,যে কাজ করলে সম্পর্ক খানখান হয়ে না যায়"। ভাষার ব্যাকরণ গত ভুল হওয়ায় বিপরীত অর্থ আসে যে, "এমন কাজ করো যে কাজ করলে সম্পর্ক খান খান হয়ে যায়"। এতে তাঁর স্ত্রীর উপর কোন কিছু হবে কি? বলার সময় সে বুঝতে পারে নাই যে তার অর্থ টা ভুল হচ্ছে। বলার সময় তার মনে বিচ্ছেদ পূর্ণ বাক্য কিংবা শর্তমূলক বাক্য কিংবা খমতা অরপন মূলক বলার নিয়ত ছিল না। একটি বলতে গিয়ে অন্যটি হয়তো হয়েছে। হুজুর দয়া করে জানাবেন।