স্ত্রী তালাকের ওয়াসওয়াসার রোগী। সারাক্ষণ তালাকের ওয়াসওয়াসায় থাকে সবসময়।
একদিন স্বামী বিরক্ত হয়ে তখন স্ত্রীকে বলে "এইসব চিন্তা মন থেকে বাদ দাও। কিছু হইলে তোমার জন্য হবে। কিছু হইলে তোমার এইসব (তালাকের ওয়াসওয়াসা) নিয়ে বাড়াবাড়ির জন্য হবে"
তখন স্ত্রী স্বামী কে বলে, "তুমি কি চাও কিছু হউক?"
স্বামী বলে, "না চাই না, তুমি এইসব নিয়ে ভাবা বাদ দাও"।
১. "কিছু হইলে তোমার এইসব (তালাকের ওয়াসওয়াসা) নিয়ে বাড়াবাড়ির জন্য হবে" - এটি কি শর্তযুক্ত কেনায়া বাক্য হবে?
২. স্ত্রী যদি পরে কখনও স্বামীর সাথে ওয়াসওয়াসার জন্য তালাকের বিষয় নিয়ে কথা বলে/ জিজ্ঞেস করে তাহলে কি তালাক হবে ?