আসসালামু আলাইকুম
আশাকরি আমার বিষয়টা বুঝবেন।।দয়া করে সমাধান দিবেন
আমার ছোট থেকেই হজমে সমস্যা। তখন বিষয়টা অতটা বুঝিনি।এর আগেও আলেমদের শরণাপন্ন হয়েছি,,কিন্তু ডিরেক্ট সমাধান পায়নি।আর একটা কথা বলে রাখি,এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য আমার সাধ্যমতে সর্বোচ্চ চেষ্টা করেছি।প্রথম এ অনেক বছর ঘরোয়া উপায় অবলম্বন করেছি।তারপর এলোপ্যাথিক,,হামদর্দ,হোমিওপ্যাথিক সব দেখানো শেষ। কাজ হয়নি।আর আমি স্বাস্থ্যকর খাবারই খাই।বাইরের,, বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার একেবারে খাই না বললেই চলে।
আমি এক ওয়াক্ত নামাজও শান্তিমত পড়তে পারি না।২ রাকাত নামাজ পড়ত গেলে ৫- ৭ বার অজু করা লাগে।এমনভাবে অজু করে অনেক বছর নামাজ পড়েছি।এখনও এই সমস্যা আছে,তবে সব ওয়াক্ত এ পড়তে হয় না।। কিন্তু প্রায় সময়ই মিনিমাম ৩-৪ বার অজু করা লাগে। হঠাৎ করে ১৫ থেকে ২০ ও অজু করি।।ইদানিং বিশেষ করে এশার সালাতে কত বার অজু করি আমি নিজেও জানিনা। ৮ টার দিকে নামাজ পড়তে গলে নামাজ শেষ হতে হতে প্রায় ৯.৩০ বেজে যায়।
এখন আমার জীবন অতিষ্ঠ।। মাঝে মাঝে আল্লাহকে উল্টোপাল্টা কথা বলে ফেলি।।২ রাকাআত নামাজ যদি শান্তিতে পড়তে না পারি,তাহলে আমার বেচে থেকে কি লাভ,আমার মৃত্যু দেও।।আল্লাহর ৯৯% দয়া আর সমস্ত মানুষকে ১% দিয়েছেন,, তাই মানুষের মানুষের প্রতি কত মায়া,,তবুও আল্লাহ আমাকে দয়া করছেন না,,এমনটা বলে ফেলি। এটা কি গুনাহের কথা।আবার তওবাও করি।
উস্তাদ আমার জন্য প্রায় ৪ বছর থেকে ছেলে খুঁজছে।। এখন দেড় বছর হল আমার পড়ালেখা শেষ।আলহামদুলিল্লাহ যে ৪ টা গুনের কথা হাদিসে আছে ৪ টাই আমার মধ্যে আছে।কিন্তু এমনও ছেলে রিজেক্ট করে। যাদের আমরা ধরার মধ্যেও রাখি না।অথচ কোন দ্বীনদার ছেলের আর্থিক অবস্থা খারাপ থাকলেও আমার পরিবার না করে না।এরা কেমন দ্বীনদার আল্লাহ ভাল জানেন। এই বিষয়টা এই কারনে বললাম
আমি বিয়ে নিয়ে যতটা কষ্ট না পাইছি,,এই গ্যাসের সমস্যা নিয়ে তার থেকে বেশি কষ্ট পাই।আর আমি কতটা আবেগ নিয়ে আমার আল্লাহর কাছে দোয়া করি।কতটা চোখের পানি ফেলেছি,,কিন্তু আল্লাহ আমাকে কবুল করছেন না।মনে হয় আমিই পৃথিবীর সবচেয়ে খারাপ,নিকৃষ্ট মানুষ।
আমি কতটা কষ্টে আছি কাউকে বুঝাতে পারব না।আর নামজই যদি পড়তে না পারি এ জীবন এর কি দাম আছে।
উস্তাদ মাজুরের মাসআলাটা আমি জানি।মাজুর হলে ডাইরেক্ট বলবেন,,আর না হলে কি করব এটাও বলবেন
আমার সবসময় বায়ু বের হতে থাকে এমন না।৪-৫ বার অজু করে হলেও নামাজ আদায় করতে পারি।এমনও আছে ৪ ওয়াক্ত নামাজে ১ বার ১ বার করে অজু করি।আবার এশার নামাজে এসে ১৫ বারও অজু করি।আর আমি যতটুক বুঝি নামাজে উঠাবসার কারনে,নামাজেই বায়ুর সমস্যা বেশি হয়।।
আল্লাহই জানেন,,আমি কতটা কষ্ট এ আছি
এখন আমি কি করব।পরামর্শ চাই।যাস্ট সান্ত্বনা
যদি এভাবেই অজু করতে হয়,,এটাই আমি সন্তুষ্ট মনে মেনে নিব,,নিয়েছি।কিন্তু উস্তাদ মাঝে মাঝে ধৈর্য্য রাখতে পারি না।আর নামাজেওত মনোযোগ দিতে পারি না
আর উস্তাদ আপনাদের সকলের কাছে আমি দোয়া চাই।।আমার কথা বলে উস্তাদরা একটু দোয়া করবেন।।আপনাদের দোয়াও ত কবুল হতে পারে।।একটু দোয়ায় ত,,একটু কষ্ট করে আমার জন্য দোয়া করে দিবেন।যেন শান্তিতে মনোযোগ সহকারে ১ বার অজু করে নামাজ পড়তে পারি
লেখাটা বড় হওয়ার জন্য দুঃখিত