বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শান্তি সৃষ্ট।
মহান আল্লাহ তায়ালা মানুষের শান্তির জন্য যাবতীয় উপকরণ সৃষ্টি করেছেন।
ইরশাদ হয়েছেঃ
وَ مِنۡ اٰیٰتِهٖۤ اَنۡ خَلَقَ لَکُمۡ مِّنۡ اَنۡفُسِکُمۡ اَزۡوَاجًا لِّتَسۡکُنُوۡۤا اِلَیۡهَا وَ جَعَلَ بَیۡنَکُمۡ مَّوَدَّۃً وَّ رَحۡمَۃً ؕ اِنَّ فِیۡ ذٰلِکَ لَاٰیٰتٍ لِّقَوۡمٍ یَّتَفَکَّرُوۡنَ ﴿۲۱﴾
আর তাঁর নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে, তিনি তোমাদের জন্য তোমাদের থেকেই স্ত্রীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে প্রশান্তি পাও। আর তিনি তোমাদের মধ্যে ভালবাসা ও দয়া সৃষ্টি করেছেন। নিশ্চয় এর মধ্যে নিদর্শনাবলী রয়েছে সে কওমের জন্য, যারা চিন্তা করে।
(সুরা রুম ৩১)
অন্য আয়াতে আল্লাহ তায়ালা ইরশাদ করেনঃ-
‘আল্লাহর কাছে তো সেই মানুষের মর্যাদা বেশি, যারা ঈমান এনেছে, দেশে ত্যাগ করেছে এবং আল্লাহর পথে নিজেদের সম্পদ ও জীবন দিয়ে জিহাদ করেছে। তারাই সফলকাম। তাদের সুসংবাদ দিচ্ছেন তাদের পরোয়ারদিগার স্বীয় দয়া ও সন্তোষের এবং জান্নাতের। সেখানে তাদের জন্য চিরস্থায়ী সুখ ও শান্তি, সেখানে তারা চিরদিন থাকবে। নিঃসন্দেহে আল্লাহর কাছে আছে মহাপুরস্কার।’ (সুরা : তাওবা, আয়াত : ১৯-২২)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
শান্তি পাওয়া,দুঃখ পাওয়া এগুলো মাখলুকের জন্য।
মহান আল্লাহ তায়ালা এসব অবস্থা হতে পবিত্র।