হুজুর আমার লাস্ট একটা প্রশ্ন, এটা করার পর আর আমি আপনাকে বিরক্ত করবো নাহ ইনশাআল্লাহ, আমার এক ভাই তার জানা শুনা ভালো কোন হুজুর নাই মাসআলা জানার জন্য, সে আমাকে বললো, একদিন তার বন্ধুদের সাথে তালাক্বের ব্যপারে তর্ক হচ্ছিলো, তার বন্ধুরা তালাকের বিরুদ্ধে ছিলো, তখন সে বলে উঠে, তালাক্ব কোন হারাম কিছু না, ইসলামে তালাকের ব্যবস্থা বা বিধান আছে বলেই তো মানুষ তার স্ত্রীকে তালাক্ব দেয়, তারপর সে উদাহরণ দিয়ে বলে ফেলে, তালাক দেওয়াটা কোন নাজায়েজ কাজ না,চাইলে আমিই তো আমার স্ত্রীকে......
এটা বলে সে থেমে যায় নাকি বাকিটা সেখানে বলে ফেলছে এইটা নিয়া সে সন্দেহে আছে এবং সে শিউরও হতে পারছে না এখানে কি বলছিলো
এখানে কি সে বলছিলো চাইলে আমিই তো আমার স্ত্রীকে তালাক্ব "দিয়া দিতে পারি,দিয়া দিবো, দিয়া দিছি,দিয়া দেই" কোনটাই তার মনে পড়ছে না এবং তার মনেও আসতেছে না,সে খুব সন্দেহ আর পেরেশানির মধ্যে আছে,ভয়ে আছে আমার স্ত্রী কি তালাক্ব হয়ে গেলো নাকি, আপনার উছিলায় যদি তার পেরেশানিটা একটু হলেও দূর করতে পারি তাহলে অনেক ভালো লাগতো আমার, আল্লাহ আপনাকে দূনিয়া ও আখিরাতে উত্তম মর্যাদা দান করুন