আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

+2 votes
766 views
in সালাত(Prayer) by (45 points)
আমার যদি ফজরের সালাত ছুটে যায় এবং আমি তা কাযা আদায় করতে যাই, তখন কি আমি সুন্নাহ ও কাযা আদায় করতে পারব? অন্য কোম সালাতের সুন্নাত আদায় করা যাবে কাযার ক্ষেত্রে? যদি পারি, তবে কি সুন্নাত ফরজের আগে পড়ব না পরে?
জাযাকাল্লাহু খাইরান

1 Answer

+2 votes
by (606,150 points)

বিসমিল্লাহির রাহমানির রাহিম।

জবাবঃ

ছুটে যাওয়া নামায সমূহের মধ্যে শুধুমাত্র ফরয এবং বিতির  নামাযের কাযা করতে হবে।সুন্নতের কাযা করা জরুরী না।তবে কেউ করে নিলে সমস্যা নেই।(ইমদাদুল ফাতাওয়া-১/৩৯৮)
আল্লামা আলাউদ্দিন হাসক্বাফী রাহ আদ্দুর্রুল মুখতার(২/৬৫) গ্রন্থে লিখেন,
وَالْقَضَاءُ فِعْلُ الْوَاجِبِ بَعْدَ وَقْتِهِ، وَإِطْلَاقُهُ عَلَى غَيْرِ الْوَاجِبِ كَاَلَّتِي قَبْلَ الظُّهْرِ مَجَازٌ 
কা'যা শুধুমাত্র ওয়াজিব ফরযেরই হয়ে থাকে।ওয়াজিব ব্যতীত অন্য নামাযের ব্যাপারে (যেমন জোহরের কাবলিয়্যাহ সুন্নতকে পরে পড়া) কে রূপক অর্থে কা'যা বলা হয়।
অতঃপর তিনি লিখেন(২/৬৬)
(وَقَضَاءُ الْفَرْضِ وَالْوَاجِب ِوَالسُّنَّةِ فَرْضٌ وَوَاجِبٌ وَسُنَّةٌ) لَفٌّ وَنَشْرٌ مُرَتَّبٌ، 
ফরযের কাযা ফরযই হবে,ওয়াজিবের কা'যাই ওয়াজিবই হবে এবং সুন্নতের কা'যা সুন্নতই হবে।
উনার ইবারতের ব্যখ্যায় আল্লামা শামী রাহ লিখেন,
وفي ردالمحتار تحت قوله (وسُنَّةٌ) والسنة يوهم العموم كالفرض والواجب وليس كذلك،
ইবারতে সুন্নত দ্বারা সকল সুন্নত উদ্দেশ্য নয়।বরং ঐ সুন্নত উদ্দেশ্য যা ওয়াক্তের ভিতরেই আদায় করা যায়।যেমন জোহরের সুন্নতে কাবলিয়্যাহ-কে ফরযের পরে পড়া।বিস্তারিত জানুন- 1332


সু-প্রিয় পাঠকবর্গ ও প্রশ্নকারী দ্বীনী ভাই/বোন!
আপনি ফজরের নামায সুন্নত সহ কা'যা করতে পারবেন।সুন্নত সহ কাযা করাই উত্তম।ফজর সহ অন্যন্য যেকোনো নামাযকে সুন্নত সহ কা'যা করাই উত্তম।যদি সুন্নত সহ কা'যা করেন,তাহলে নামাযের ধারাবাকতা অনুযায়ীই কা'যা করবেন।অর্থাৎ ফরযের পূর্বের সুন্নত ফরযের পূর্বে এবং ফরযের পরের সুন্নত ফরযের পরে কা'যা করবেন।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...