আসসালামু আ'লাইকুম,
বাংলাদেশের যেকোনো বেসরকারি কোম্পানিতে হিসাবরক্ষক অফিসার বা ACCOUNTANT পদে চাকরি করলে পুরো কোম্পানির সকল হিসাব রাখা লাগে এবং অনেক সময় কোম্পানির হয়ে ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে হয় যার সাথে সুদের সম্পৃক্ততা থাকে। এমতাবস্থায় এরুপ চাকরি করলে কি সেই চাকরির বেতন কি হালাল হবে?