জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
স্ত্রীকে উদ্দেশ্য করে স্পষ্ট বাক্যে তালাক দিলে রজয়ী তালাক হয়।
সেক্ষেত্রে ইদ্দতকাল অতিবাহিত হওয়ার আগেই ফিরিয়ে নিতে চাইলে রজয়াত করতে হয়।
আর ইদ্দতকাল অতিবাহিত হওয়ার পরে ফিরিয়ে নিলে তালাকটি বায়েন হয়ে যায়,তাই এক্ষেত্রে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হয়।
আর কেনায়া বাক্যে স্ত্রীকে তালাক দিলে সর্বাবস্থায় তাকে ফিরিয়ে নিতে চাইলে নতুন করে বিবাহ পড়িয়ে নিতে হয়।
স্পষ্ট বাক্যে এক তালাক/তালাক বললেই তালাক হয়ে যায়। এক তালাকে রজয়ী পতিত হয়।
এখন উক্ত স্ত্রীকে ইদ্দতকাল (তিন হায়েজ) অতিবাহিত হওয়ার আগেই ফিরিয়ে নিতে চাইলে রজয়াত করতে হবে।
,
হাদিস শরিফে এসেছে,
ثَلاثٌ جِدُّهُنَّ جِدٌّ وَهَزْلُهُنَّ جِدٌّ : النِّكَاحُ ، وَالطَّلاقُ ، وَالرَّجْعَةُ
‘রাসূল (সা.) বলেছেন, তিনটি বিষয় এমন রয়েছে যা গোস্বায় হোক বা হাসি ঠাট্টায় হোক সর্বাবস্থায় কার্যকরী হয়ে থাকে। বিবাহ, তালাক ও রজয়াত।’ [সুনানে আবু দাউদ, হাদিস: ২১৯৪; সুনানে তিরমিযী, হাদিস: ১১৮৪]
★স্পষ্ট বাক্যে এক তালাক বা দুই তালাক দেয়ার পর স্বামীর অধিকার থাকে, স্ত্রীকে ইদ্দত তথা তিন হায়েজ অতিক্রান্ত হওয়ার আগে রাজআত করা তথা স্ত্রীকে স্ত্রী হিসেবে ফিরিয়ে আনা।
রাজআত দু’ভাবে হতে পারে–
১. কথার মাধ্যমে ইদ্দতের ভেতর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো। যেমন সরাসরি অথবা ফোনে অথবা কোনো প্রতিনিধির মাধ্যমে একথা বলা যে, ‘তোমাকে স্ত্রী হিসেবে গ্রহণ করলাম’। একথার মাধ্যমে তাদের বৈবাহিক সম্পর্ক পুনঃবহাল হয়ে যাবে।
২. কর্মের মাধ্যমে ইদ্দতের ভেতর স্ত্রীকে ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত জানানো। অর্থাৎ স্ত্রীর সঙ্গে এমন কোনো আচরণ দেখানো যা একজন স্বামী একজন স্ত্রীর সঙ্গেই দেখাতে পারে। যেমন তাকে চুমো দেয়া কিংবা তার সঙ্গে সহবাস করে নেয়া ইত্যাদি। এজাতীয় কর্মের মাধ্যমেও তাদের বৈবাহিক সম্পর্ক পুনঃবহাল হয়ে যাবে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
রজয়ী তালাকের ক্ষেত্রে ইদ্দতকাল অতিবাহিত হওয়ার
আগেই ফিরিয়ে নিতে চাইলে রজয়াত করতে হবে।
আর যদি স্ত্রীকে ইদ্দতকাল অতিবাহিত হওয়ার
আগেই ফিরিয়ে নিতে না পারে,যদি ইদ্দতকাল শেষ হয়ে যায়,এক্ষেত্রে নতুন ভাবে বিবাহ পড়িয়ে নিতে হবে।
বিস্তারিত জানুনঃ-
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
স্ত্রীকে তালাক দেয়ার উদ্দেশ্য করে মুখ দিয়ে তালাক শব্দ বের হলেই বা লিখলেই তালাক হয়ে যাবে।
যদি সঙ্গে সঙ্গে তাকে ফিরিয়ে নেয়,তবুও সেই এক তালাক পতিত অবস্থায় থেকেই যাবে।
তাহা মুছে দেয়ার সুযোগ নেই।
,
এক্ষেত্রে তাকে ফিরিয়ে নিলে স্বামী পরবর্তীতে আর দুই তালাকের মালিক থাকবে।
,
পরবর্তীতে দুই তালাক দিলেই স্ত্রী তার জন্য পুরোপুরি হারাম হয়ে যাবে।
শরয়ী হালালাহ ব্যাতিত কোনোভাবেই তাকে বিবাহ করা যাবেনা।