১. আমি যদি বলি যে, আল্লাহ সাক্ষী "আমি তোমাকে আর বাড়তি পর্দা করতে বলবো না, (পর্দায় মুখ হাত খোলা রাখার বিষয়ে) এটা কি শপথ হিসাবে গণ্য হবে?
২. আমি অনেক আগে এইরকম কথা বউকে বলেছিলাম তার পর ও উত্তম ভাবে পর্দা করার কথা বলি, এই বলার দ্বারা কি আমার কুফর হয়েছে? বা শপথ হলে শপথ ভেঙেছে?
৩.আমি কি তাকে আরো পর্দার কথা বলতে পারবো?
৪. আমি প্রায়ই বলি যে, আল্লাহ সাক্ষী "আমি এমন টা করি,/ এমনটা করি না/এমননটা করি কি না উনি দেখেন " এভাবে বলায় কি সমস্যা আছে?
৫.এভাবে আল্লাহ সাক্ষি বলে মিথ্যা বলে ফেলি তবে কুফর হবে?
নাহ কি গুনাহ হবো শুধু?
৬.আমার বউ একদিন বলেছিলো তুমি হুজুর হয়ে যাচ্ছো' "আমার হুজুর কখনো পছন্দ না, হুজুর হইলে আমারো হুজুরনি হওয়া লাগবো "এতে কি কুফরি হয়েছে?
৭.কেও যদি ভাবতেছিলো "কুফর হয়ে গেলে তো সমস্যা না, তওবা করে কালিমা পড়লে হয়ে যাচ্ছে বিবাহ দোহরানো সমস্যা " তার পরপর মনে হলো কুফর হয়ে গেলে সমস্যা না মানে কি ইটা তো বড় সমস্যা। এর পর তওবা করলো। এতে কি কাফের হবে? কুফরে সন্তুষ্ট থাকার জন্য?
৮. কেও যদি বলে এটা ভাবে বা বলে যে " হিন্দুস্থানের সকল বাসিন্দাদের হিন্দু বলা হতো এই হিসাবে আমরা সবাই হিন্দু " তাহলেও কি সে কাফের হবে?