ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রহমানির রহিম।
জবাবঃ-
শরীয়তের বিধান হলো যদি ডিম পঁচে যায়,গন্ধ বের হয়,তাহলে সেটি খাওয়া জায়েজ নেই।
আল্লাহ তা’আলার বাণীঃ
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِن طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ
আমি যে রিয্ক তোমাদের দিয়েছি তা থেকে পবিত্রগুলো আহার কর- (সূরাহ আল-বাক্বারাহ ২/১৭২)।.
তিনি আরও বলেনঃ
يَا أَيُّهَا الرُّسُلُ كُلُوا مِنَ الطَّيِّبَاتِ وَاعْمَلُوا صَالِحًا ۖ إِنِّي بِمَا تَعْمَلُونَ عَلِيمٌ
পবিত্র বস্তু থেকে আহার কর এবং সৎ কর্মশীল হও। তোমরা যা করছ আমি তা জানি- (সূরাহ আল-মু’মিনূন ২৩/৫১)।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
যেসব প্রানী খাওয়া জায়েজ, সেগুলো দিয়ে যদি সুশী বানানো হয়,সেক্ষেত্রে তাহা যদি কাচা মাছ দিয়ে বা সিদ্ধ ছাড়া মাছ (হালাল) দিয়ে বানানো হয়,তাহলে তাহা বিজ্ঞ চিকিৎসকদের মতে শরীর/স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হলে এটা খাওয়া জায়েজ হবে।
তবে এটি যদি বিজ্ঞ চিকিৎসকদের মতে শরীর/স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়,তাহলে তাহা খাওয়া জায়েজ হবেনা।
হাদীস শরীফে এসেছেঃ-
রাসূলুল্লাহ ﷺ বলেছেন,
لا ضرر ولا ضرار
ক্ষতি ও ক্ষতি সাধনের কোন অনুমতি নেই। (সুনানে দারাকুতনী ৩০৭৯)