আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
কোন মেয়ে তার মা বাবাকে না জানিয়ে বিয়ে করেছে।কিন্তু সে বাবার বাসায় থাকে।স্বামী যদি বলে তুমার বাবা না মানলে আনব না। তখন ধরেন স্বামী কেনায়া তালাক সম্পর্কে জানত না।পরে স্বামী যদি বলে সে কোনদিন তালাকের নিয়তে কিছু বলে নি তাহলে কি সমস্যা হবে? মানে স্বামীর কোন কথা মনে থাকে না।তাই সে ধরেন এক্কেবারে বলেছে কথাটা। স্ত্রী যখন জিগ্যেস করেছে কোনদিন তালাকের নিয়তে কিছু বলেছিল কিনা জিগ্যেস করার পর স্বামী ধরেন ওটা বলেছে।এতে কি সমস্যা হবে?