আসসালামু আলাইকুম ।
(তালাক দেবার কোন ইচ্ছা আমার নাই তবু এই সমস্যা গুলি আমার সাথে ঘটছে, শুধু আমি জানি এটা কতটা কষ্টকর)
১. এতো বড় বড় কথা বলছো আবার কোলের ভিতর শুতে আসছো কেন? এটা কি কেনায়া শব্দ?
২. তালাকের নিয়তে এটা বললে কি তালাক হবে?
৩. তালাক শব্দ লিখতে গেলে মনে হচ্ছে তালাক দিয়ে দিলাম এমন কথা মনের ভিতর চলে আসছে। এতে কি তালাক হবে?
৪.ওয়াসওয়াসা রোগ আছে আমার। সবসময় তালাক দিয়ে দিলাম, তালাক দিয়ে দিলাম মনের ভিতর চলতে থাকে। তাই ওয়াইফ এর সাথে সাধারণ কথা বলতে গিয়ে ভয় হচ্ছে। যেহেতু মনে সবসময় এটা চলে তাই এটা কি আমার নিয়ত বলে ধরা হবে?
৫. কয়েকদিন আগে পড়েছিলাম যে, ওয়াইফকে"যা খুসি তাই কর" এটা কেনায়া শব্দ। তারপর আজ আমার ওয়াইফ বলছে কি রান্না করবো? আমি বললাম যা খুসি তাই কর। এটা বলার সাথে আমার মনে হচ্ছে এটা তো কেনায়া শব্দ। তখনি আমি মনে মনে বলছি তালাক দিলাম। বা এমন কথা আমার মনে চলে আসছে। কিন্তুু আমি স্বাভাবিক ভাবে তালাক দিতে চাই না। এরকম হলে কি তালাক হবে?
৬.আমি ওয়াইফ এর সাথে কোন একটা কথা বললে তখনি মনে চলে আসছে তালাক দিলাম। এখন আমার কি করনিয়?
৭.ওয়াইফকে রাগ করে বললাম, যাও,এখান থেকে যাও।তারপরেই মনে করে ফেলছি তালাক দিলাম। আমি এই জ্বালা আর সহ্য করতে পারছি না হুজুর। এজন্য কি তালাক হবে?
৮.ছোট ছোট বিষয় নিয়ে সন্দেহ হচ্ছে। আর একবার হালকা রাগ হলে বলি, তোমার শুধু " তারপর থেমে যায়। এতে কি কোন সমস্যা হবে?
৯.বেশ কিছুদিন আগে একবার বলেছিলাম "তোমার প্রয়োজন নেই" যতদুর মনে পড়ে তালাক দেওয়ার উদ্দেশ্যে বলিনি। কিন্তুু এখন বার বার মনে পড়ছে। মন বলছে তালাক দেবার উদ্দেশ্য ছিল কি ছিল না। এটা ভেবে এখন কষ্ট পাচ্ছি। এখন কি করা উচিত? এই চিন্তা থেকে বাচার জন্য!
১০.একবার আমার ওয়াইফ এর সাথে ঝামেলার জন্য সে বাবার বাড়ি চলে যায়। পরে আমার কয়েকজন খালা বাসায় আসে। সম্ভবত আমার ওয়াইফ এর খারাপ দিক নিয়ে কথা হচ্ছিল। তাদের সাথে আর কি কথা হয় মনে নেই। শুধু আমার একটা কথা মনে আছে, আমি বলেছিলাম ডি এন এ টেষ্ট করে যদি সন্তান আমার হয় তাহলে সংসার করবো নতুবা নয়। এটা কি তালাকের মজলিশ বলে গন্য হবে?
★এসব ভাবতে ভাবতে সারাদিন মন খারাপ থাকে। নামাজে দাড়িয়ে যখন রুকু সিজদা করছি তখন মুখে তাছবিহ পড়ছি কিন্তুু মনে তালাক দিলাম, তালাক দিলাম চলতে থাকে। টেনশন হয় কখন মুখ দিয়ে বেরিয়ে যায়। আমি কি পাগল হয়ে যাচ্ছি?
আমি তাদের নিয়ে ভালভাবে থাকতে চায়। কিন্তুু আমার সাথে কেন এমন হচ্ছে?
যদি প্রয়োজন হয় ! আমার আগের প্রশ্ন ও আপনাদের উওর ঃ
https://ifatwa.info/53042/
----------------------------------------------
-----------------------------------------------