আসসালামু 'আলাইকুম।
আমি যুবক, বয়স ২৫। বিয়ে করেছি দেড় বছর। বিয়ের কয়েক মাস পরে থেকেই আমি দাড়ি রেখেছি, আল্লাহর রহমত। এতে করে বউ মাঝে মাঝে বায়না করে দাড়ি ছেটে ফেলার জন্য। গত কয়েক দিন আগেও সে এরকম বলছিল, যে দাড়ি সে কেটে দিবে, দাড়ি ছেটে রাখতে হবে ইত্যাদি। পরে আমি বলেছি দাড়ির জন্যে যদি কেউ না থাকে তাহলে আলহামদুলিল্লাহ। পরে আমার স্ত্রী বলে আলহামদুলিল্লাহ ই। এর পরে এ বিষয়ে কোন কথা বলি নি। দুই দিন পরে আমি তাকে জিজ্ঞেস করি, তুমি যে আমার সাথে আলহামদুলিল্লাহ বললে এর মানে কি তুমি আমার সাথে থাকতে চাও না? পরে সে বলে আলহামদুলিল্লাহ এমনিতেই বলেছে, কোন কিছু ভেবে বলে নি। সে আমার সাথেই থাকবে।
এতে কি আমাদের সম্পর্কের মধ্যে কোন সমস্যা হয়েছে?