ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আলহামদুলিল্লাহ!
(১)
যদি বিষয়টা এমনই হয়, যা আপনি উল্লেখ করলে যে, পিতা মিথ্যা বলে বিয়ে দিয়েছেন, এবং সাক্ষীরাও কনের কবুল শুনেনি, তাহলে বিয়েই শুদ্ধ হয়নি।
(২)
স্ত্রীর অন্যত্র বিবাহ বন্ধনে আবদ্ধ থাকলে, এখন অন্যর সাথে শুদ্ধ হবে না।
এখানে দ্বিতীয় স্বামী যেহেতু পূর্বের বিয়ে বা বাবার মিথ্যা বলা সম্পর্কে জানেনা, তাই সহবাসের দরুণ দ্বিতীয় স্বামীর তো কোনো গোনাহ হবে না।বরং কনে ও তার পিতারই গোনাহ হবে। পিতার ঘাড়ে গোনাহের অংশটা বেশী পড়বে।
(৩)
পুতে রাখবে, দাফন করে ফেলবে। দাফন করাই সর্বোত্তম।