আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ।
১।ধরেন কোন স্বামী স্ত্রী বিয়ের আগে থেকে একে অপরের সাথে সম্পপর্ক ছিল।তহ কোন একটা কাজের জন্য বিয়ের আগে ছেলেটা,যদি বলে এই কাজটা যদি বিয়ের পর করতা তাহলে তুমাকে বাপের বাড়ি দিয়ে আসতাম,ছেড়ে দিতাম যত টাকা লাগে।স্বামী তহ এমন বলে নি বিয়ের পর এই কাজটা করলে তুমি তালাক হবে, এমন বলে নি।তাহলে ঐটা কি শর্ত যুক্ত তালাকের পর্যায়ে পরবে ? বিয়ের পর স্ত্রী করলে তহ সমস্যা হবে না তাই না?
২।শুনেছি বিয়ের আগে শর্ত যুক্ত তালাকের পর্য়ায়ে তখনই পরে যখন কথাতে বিয়ের পর কথাটা উল্ল্যেখ করে। আর ধরেন ওদের কথা মেসেজে হচ্ছিল ।তখন তহ বিয়েও করে নি।তখন কথা ওইগুলোর পর যদি স্বামী বলত যদি আরেকবার কর তাহলে সব শেষ বা সব সম্পর্ক শেষ মনে রাখিও।হয়ত ধমক দেওয়ার জন্য বলতেও পারে।তখন ধরেন ওরা কেনায়া শব্দ সম্পর্কে জানতই না।তখন আর যদি বিয়ের কথা উল্লেখ না করে তাহলে কি ওটা বিয়ের পর করলে সমস্যা হবে?
২ নং প্রশ্নটা এমনিতে জানার জন্য।