বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি ইতিপূর্বে https://www.ifatwa.info/52972 নং প্রশ্নে এই বিষয় নিয়ে প্রশ্ন করেছিলেন, আমরা জবাবে বলেছিলাম যে,
অন্যর মাল তার অন্তরের সন্তুষ্টি ব্যতীত কারো জন্য হালাল হয় না।
কেননা আল্লাহ তা'আলা বলেনঃ
ﻳَﺎ ﺃَﻳُّﻬَﺎ ﺍﻟَّﺬِﻳﻦَ ﺁﻣَﻨُﻮﺍْ ﻻَ ﺗَﺄْﻛُﻠُﻮﺍْ ﺃَﻣْﻮَﺍﻟَﻜُﻢْ ﺑَﻴْﻨَﻜُﻢْ ﺑِﺎﻟْﺒَﺎﻃِﻞِ ﺇِﻻَّ ﺃَﻥ ﺗَﻜُﻮﻥَ ﺗِﺠَﺎﺭَﺓً ﻋَﻦ ﺗَﺮَﺍﺽٍ ﻣِّﻨﻜُﻢْ ﻭَﻻَ ﺗَﻘْﺘُﻠُﻮﺍْ ﺃَﻧﻔُﺴَﻜُﻢْ ﺇِﻥَّ ﺍﻟﻠّﻪَ ﻛَﺎﻥَ ﺑِﻜُﻢْ ﺭَﺣِﻴﻤًﺎ
তরজমাঃ-হে ঈমানদারগণ! তোমরা একে অপরের সম্পদ অন্যায়ভাবে গ্রাস করো না। কেবলমাত্র তোমাদের পরস্পরের সম্মতিক্রমে যে ব্যবসা করা হয় তা বৈধ। আর তোমরা নিজেদের কাউকে হত্যা করো না। নিঃসন্দেহে আল্লাহ তা’আলা তোমাদের প্রতি দয়ালু। (সূরা নিসা(২৯)আরো জানুন- https://www.ifatwa.info/3747
হযরত আবু-হুরায়রা রাযি থেকে বর্ণিত,
عن أبي هريرة رضي الله عنه – أيضاً - ، وفيه : ( مَنْ غَشَّ ، فَلَيْسَ مِنِّي
ভাবার্থঃযে কাউকে ধোকা দিলো সে আমাদের অন্তর্ভুক্ত নয়। (সহীহ মুসলিম- হাদীস নং-১৪৭) এ সম্পর্কে বিস্তারিত জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/726
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
যাইহোক, আপনি যথাসম্ভব এই ধোকা জাতীয় পেশা থেকে নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছেন। আল্লাহ আপনার কল্যাণ করুক।আমীন।
যা আপনি নিজে ইনভেষ্ট করেছেন, সেগুলো আপনার নিজের হক ও অধিকার। তাই এগুলো বা এই সমপরিমাণ আপনি গ্রহণ করতে পারবেন। আর যা আপনি ইনভেষ্টের অতিরিক্ত ইনকাম করেছেন, সেগুলো সদকাহ করে দিবেন।