ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
আপনি https://www.ifatwa.info/52977 নং প্রশ্ন করোছিলেন। আমরা সেখানে জবাবে বলেছিলাম যে,
স্বপ্ন ও তার ব্যাখ্যা বিশেষজ্ঞ ইমাম মুহাম্মাদ ইবনে সীরিন রহ. বলেছেন :
الرؤيا ثلاث : حديث النفس ، وتخويف الشيطان ، وبشرى من الله . (رواه البخاري في التعبير)
স্বপ্ন তিন ধরনের হয়ে থাকে। মনের কল্পনা ও অভিজ্ঞতা। শয়তানের ভয় প্রদর্শন ও কুমন্ত্রণা ও আল্লাহ তাআলার পক্ষ থেকে সুসংবাদ। (বর্ণনায় : বুখারি)
হযরত আবু রাযিন আল-উক্বাইলী রাঃ বলেন নবী কারীম সাঃ বলেছেন
، عَنْ أَبِي رَزِينٍ العُقَيْلِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ أَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ، وَهِيَ عَلَى رِجْلِ طَائِرٍ مَا لَمْ يَتَحَدَّثْ بِهَا، فَإِذَا تَحَدَّثَ بِهَا سَقَطَتْ».
মু'মিনের স্বপ্ন হচ্ছে নবুওতের চল্লিশভাগের এক ভাগ(অর্থাৎ তা সত্যরূপ পরিনত হয়ে থাকে),যে স্বপ্ন দেখেছে স্বপ্নটা তার উপর ঘুর্ণায়মান থাকে যতক্ষণ না কারো কাছে ব্যক্ত করে,অতঃপর যখন সে কারো কাছে ব্যক্ত করে (এবংঐ ব্যক্তি এর কোনো ব্যখ্যা প্রদান করে) তখন ঐ ব্যখ্যা অনুযায়ীই স্বপ্ন বাস্তবায়িত হয়।(তিরমিযি হাদীস নং ২২৭৮)
সুপ্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
এই স্বপ্নর ব্যখ্যা জানা আপনার জন্য কল্যাণকর নয়। এই স্বপ্ন ভালো কিছু নয়। তাই আপনি যথাসম্ভব সদকাহ করুন,সকল প্রকার নফল ইবাদত করুন।আল্লাহর কাছে কায়মনোবাক্যে দু'আ করতে থাকুন।আল্লাহ আপনার সহায় হোক।আমীন।
স্বপ্নে পর্দা লঙ্গন করার তাৎপর্য সম্পর্কে উলামায়ে কেরাম বলেন, হয়তো
وَمن رأى أَنه يلبس ثوبا محرما عَلَيْهِ أَو مَكْرُوها لَهُ مِمَّا يدل على النِّسَاء فَإِنَّهُ ينْكح حَرَامًا-
কেউ যদি হারাম কাপড় পরিধান করে বা অপছন্দনীয় কাপড় পরিধান করে, তাহলে সে হারাম বিয়ে করবে বা হারামভাবে স্বামী স্ত্রীর সম্পর্কে লিপ্ত হবে।(জামিউ তাফসিরিল আহলাম-১৬১)