আইফতোয়াতে ওয়াসওয়াসা সংক্রান্ত প্রশ্নের উত্তর দেওয়া হবে না। ওয়াসওয়াসায় আক্রান্ত ব্যক্তির চিকিৎসা ও করণীয় সম্পর্কে জানতে এখানে ক্লিক করুন

0 votes
130 views
in বিবিধ মাস’আলা (Miscellaneous Fiqh) by (51 points)
reshown by
আসসালামুআলাইকুম ওরাহমাতুল্লাহ। প্রশ্নটা আমার নই।

ধরেন কোন স্বামী বলল তুই তাই ব্যাবহার করলে আমার সাথে তাহলে তালাক।স্ত্রী ধরেন মেসেজে  দেন লিখতে গিয়ে ভুলে যদি দে লিখে ফেলে মানে টাইপিং মিস্টেক।কিছু বুঝে উঠার আগেই মেসেজটা ধরেন সেন্ড করে দিছে। সাথে সাথে ওটার পরের মেসেজে ন লিখে দিলে কি কোন সমস্যা হবে?কয়েক সেকেন্ডে ভিতর। এটা আমার প্রশ্ন না।আমার স্বামী আমাকে এইরকম বলে নি।

1 Answer

0 votes
by (598,650 points)

ওয়া আলাইকুমুস-সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
وَلَوْ قَالَ لَهَا: إنْ شَتَمْتِنِي فَأَنْت طَالِقٌ وَإِنْ لَعَنْتِنِي فَأَنْت طَالِقٌ فَلَعَنَتْهُ تَقَع تَطْلِيقَةٌ وَاحِدَةٌ كَذَا فِي الْفَتَاوَى الْكُبْرَى وَفِي النَّوَازِلِ قَالَ الْفَقِيهُ أَبُو اللَّيْثِ وَبِهِ نَأْخُذُ كَذَا فِي التَّتَارْخَانِيَّة وَلَوْ قَالَتْ لَهُ: لَا بَارَكَ اللَّهُ فِيك لَا تَطْلُقُ وَكَذَلِكَ لَوْ قَالَتْ لَهُ: يَا جَاهِلُ يَا حِمَارُ يَا أَبْلَهُ لَا تَطْلُقُ لِأَنَّ هَذَا لَيْسَ بِشَتْمٍ كَذَا فِي الْمُحِيطِ.
স্বামী তার স্ত্রীকে বলল, যদি তুমি আমাকে গালি দাও, তাহলে তুমি তালাক। যদি তুমি আমার উপর লা'নত দাও,তাহলে তুমি তালাক।অতঃপর স্ত্রী যদি তার স্বামীকে লা'নত দেয়, তাহলে এক তালাক পতিত হবে।(ফাতাওয়ায়ে কুবরা) আর যদি স্ত্রী তার স্বামীকে বলে,আল্লাহ যেন তোমাকে বরকত না দেয়, তাহলে, এদ্বারা তালাক হবে না।ঠিকতেমনিভাবে স্ত্রী যদি তার স্বামীকে বলে, হে জাহিল! হে গাধা! হে নির্বোধ তাহলেও তালাক হবে না।কেননা এগুলো গালি হিসেবে প্রচলিত নয়। (ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৪৩)

وَلَوْ قَالَ لَهَا: إنْ شَتَمْتِنِي  فَأَنْت طَالِقٌ فَقَالَتْ الْمَرْأَةُ لِوَلَدِهَا الصَّغِيرِ مِنْهُ أَيْ بلاية بَجّه يُنْظَرُ إنْ قَالَتْ ذَلِكَ لِكَرَاهَةٍ عَنْ الْوَلَدِ لَا يَقَعُ الطَّلَاقُ وَإِنْ قَالَتْ ذَلِكَ لِكَرَاهَةٍ عَنْ الْوَالِدِ تَطْلُقُ كَذَا فِي الْمُحِيطِ.
স্বামী তার স্ত্রীকে বলল, যদি তুমি আমাকে গালি দাও, তাহলে তুমি তালাক।
স্ত্রী যদি তার ছোট ছেলেকে বলে,أَيْ بلاية بَجّه আয় বেলায়া বাজ্জাহ তথা আরবী এক প্রকার গালি।তাহলে দেখতে হবে, স্ত্রী যদি তার ছোট ছেলেকে অপছন্দ করার কারণে এমনটা বলে থাকে, তাহলে তালাক হবে না।আর যদি সে ঐ ছেলের বাবাকে অপছন্দ করার কারণে এমনটা বলে থাকে, তাহলে তালাক পতিত হয়ে যাবে।(ফাতাওয়ায়ে হিন্দিয়া-১/৪৪৪)

শর্তযুক্ত তালাক সম্পর্কে জানতে ক্লিক করুন-https://www.ifatwa.info/10666

সু-প্রিয় দ্বীনী প্রশ্ন কারী ভাই।
স্বামী যদি তার স্ত্রীকে বলে, "তুই তাই ব্যবহার করলে আমার সাথে তাহলে তালাক।"

যেহেতু স্বামীকে গালী দেওয়া উদ্দেশ্য নয়, বরং টাইপিং মিস্টিক হয়েছে, তাই প্রশ্নের বিবরণমতে তালাক হবে না।


(আল্লাহ-ই ভালো জানেন)

--------------------------------
মুফতী ইমদাদুল হক
ইফতা বিভাগ
Islamic Online Madrasah(IOM)

আই ফতোয়া  ওয়েবসাইট বাংলাদেশের অন্যতম একটি নির্ভরযোগ্য ফতোয়া বিষয়ক সাইট। যেটি IOM এর ইফতা বিভাগ দ্বারা পরিচালিত।  যেকোন প্রশ্ন করার আগে আপনার প্রশ্নটি সার্চ বক্সে লিখে সার্চ করে দেখুন। উত্তর না পেলে প্রশ্ন করতে পারেন। আপনি প্রতিমাসে সর্বোচ্চ ৪ টি প্রশ্ন করতে পারবেন। এই প্রশ্ন ও উত্তরগুলো আমাদের ফেসবুকেও শেয়ার করা হবে। তাই প্রশ্ন করার সময় সুন্দর ও সাবলীল ভাষা ব্যবহার করুন।

বি.দ্র: প্রশ্ন করা ও ইলম অর্জনের সবচেয়ে ভালো মাধ্যম হলো সরাসরি মুফতি সাহেবের কাছে গিয়ে প্রশ্ন করা যেখানে প্রশ্নকারীর প্রশ্ন বিস্তারিত জানার ও বোঝার সুযোগ থাকে। যাদের এই ধরণের সুযোগ কম তাদের জন্য এই সাইট। প্রশ্নকারীর প্রশ্নের অস্পষ্টতার কারনে ও কিছু বিষয়ে কোরআন ও হাদীসের একাধিক বর্ণনার কারনে অনেক সময় কিছু উত্তরে ভিন্নতা আসতে পারে। তাই কোনো বড় সিদ্ধান্ত এই সাইটের উপর ভিত্তি করে না নিয়ে বরং সরাসরি স্থানীয় মুফতি সাহেবদের সাথে যোগাযোগ করতে হবে।

Related questions

...