আসসালামু আলাইকুম।
আমার বর্তমান বয়স ১৭।আমার গতবছর পর্যন্ত রোজা কাজা রয়ে গেছে গাফিলতির কারণে।সত্যি বলতে কখনো নিয়তও করি নাই সবগুলা রোজা করার।নিয়ত করতাম এরকম যে,প্রথম রোজা করে আবার দশদিন পর করব,কিছুদিন পর আবারও একটা।মানে কখনোই ৪-৫ টার বেশী করার নিয়তই করতাম না।আরেকটা কথা বলতে ইতস্তত বোধ করছি,তাও বলতে হচ্ছে।একবার রমজান মাসে প্রথম রোজা থাকার নিয়ত করেছিলাম,কিন্তু রোজা থেকেও হস্তমৈথুন করেছিলাম।এইরকম ভাবেই সবগুলো রমজান হাতছাড়া করেছি।এই পরিস্থিতিতে আমার কী করা উচিত?শুধু কাজা আদায় করে দিয়াটাই যথেষ্ট হবে নাকি কাফফারাও আদায় করতে হবে?যদি করতে হয়,তাহলে কয়টি কাফফারা আদায় করব এইভাবে,কীভাবে আদায় করব?সুবিস্তারে জানালে অনেক উপকৃত হবো,জাযাকাল্লাহ।