আসসালামু আলাইকুম শায়খ,আমি বিবাহিত,কিছুদিন আগে ২জন বন্ধুদের সাথে তালাকের বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল, আলোচনার মাঝখানে খুব সঠিক মনে নেই,আমার মনে হচ্ছে আমাকে এক বন্ধু হয়তো আমাকে বলে উঠলো। "কিরে! তুই কি তোর বউকে তালাক দিয়ে দিয়েছিস? উত্তরে আমি হ্যা বলেছিলাম কিনা সেটাও আমার সঠিক মনে হচ্ছে না, কিন্তু অনেক সন্দেহের মধ্যে আছি হয়তো আমি " হ্যা" বলে দিয়েছিলাম
আমি আমার ২ বন্ধুকে তৎক্ষনাৎ কল দিয়ে শিউর হতে চাই, ২জনের মধ্যে একজন বারবার অস্বীকার করে যে সে নাকি এই প্রশ্নই করে নাই এবং আরেকজন বলে তার খেয়াল নেই এসব, এখন আমারও মনে হচ্ছে যে তারা হয়তো আমাকে এই প্রশ্নটা করেছিলো কিন্তু আবার ১০০% শিউরও হতে পারছি না,এটা তাদের সাথে আলোচনার আরো ১ সাপ্তাহ পর আমার মাথায় আসে এবং অনেক চিন্তায় আছি,কোন কিছুই নরমালি নিতে পারছি না,
শায়েখ একটু উপকার করবেন প্লিজ,খুব টেনশনের মধ্যে যাচ্ছে দিনকাল,আমার স্ত্রী তালাক হয়ে গেছে নাকি এটা নিয়ে খুবই চিন্তিত আছি শায়েখ