জবাবঃ-
وعليكم السلام ورحمة الله وبركاته
بسم الله الرحمن الرحيم
হাদীস শরীফে এসেছেঃ
وَعَنِ ابْنِ عَبَّاسٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَلَمْ يُوَقِّرْ كَبِيرَنَا وَيَأْمُرْ بِالْمَعْرُوفِ وَيَنْهَ عَنِ الْمُنْكَرِ رَوَاهُ التِّرْمِذِىُّ
ইবনু ‘আব্বাস (রাঃ) হতে বর্ণিত। তিনি বলেন, রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ যে ব্যক্তি আমাদের ছোটদেরকে অনুগ্রহ করে না, আমাদের বড়দের প্রতি সম্মান প্রদর্শন করে না, ভালো কাজের আদেশ করে না এবং মন্দ কাজ থেকে নিষেধ করে না, সে আমাদের দলের নয়।
(তিরমিযী ১৯২১, য‘ঈফ আত্ তারগীব ১৩৯৩, য‘ঈফুল জামি‘ ৪৯৩৮।)
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
প্রশ্নে উল্লেখিত ছুরতে আপনার ছোট বোনকে সকলেই ছাড় দেয়ার দরুন সে এমন ব্যবহার করছে।
পরিবারের সকলেই যেহেতু সকলেই তাকে ছাড় দেয়,আর আপনার ব্যাপারে বাড়াবাড়ি করে,তাই আপনি ছোট বোনকে কাছে ডেকে এনে খুব ভালোভাবে বুঝাবেন।
কঠোর শব্দ ব্যবহার করবেননা।
অনেকদিন বুঝানোর পরেও কাজ না হলে তাকে হালকা ধমক দিতে পারেন।
তার সাথে আগ বাড়িয়ে কিছু বলবেননা।
সে বেয়াদবি করলে বুঝানোর চেষ্টা করবেন।
,
পারিবারিক ভাবে আপনি যেই সমস্যার মধ্যে আছেন,এরকম আরো হাজারো দ্বীন মেনে চলনে ভাই/বোন সমস্যার মধ্যে আছে।
★প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন,
আপনি তাদের যাবতীয় আচরণ, সব কিছু সহ্য করবেন,আখেরাতে উত্তম জাযা পাবেন,ইনশাআল্লাহ্।
তাদের এহেন আচরণকে আপনি সাময়িক সময়ের জন্য মনে করবেন,ইনশাআল্লাহ, খুব দ্রুত অবস্থার পরিবর্তন হবে,এমনটি মনে করে ধৈর্য ধারন করে চলবেন।
প্রয়োজনে কম কথা বলবেন।
তাদেরকে মাঝে মাঝে হিকমত ও প্রজ্ঞার সাথে দ্বীনের পথে দাওয়াত দিতে পারেন।
এতদাসত্বেও মা বাবা ও বড়দের সাথে উত্তম আখলাক দেখাবেন।