যদি কোনো স্বামী তার স্ত্রী কে রেগে গিয়ে বলে আমাকে তুমি কি ডিভোর্স দিবা বলো?
স্ত্রী বলে কি বলছো তুমি , স্বামী আবারও বলে একই কথা স্ত্রী চুপ থাকে বা উত্তরে বলেছে না । বিষয় টা সম্পূর্ণ মনে নেই। এক্ষেত্রে কি স্ত্রী তালাকের অধিকার পাবে? স্বামী হয়তো পরবর্তী তে না জেনে না বুঝে আরো অনেক কিছু বলেছে কিন্তু সেগুলো স্বামী র সঠিক ভাবে মনে নেই, তার মনে হয়, হয়ত এমন কিছু কথা বলেছি, সে সঠিক ভাবে মনে করতে পারছে না। **তাহলে কি স্ত্রী তালাকের অধিকার পাবে?
শায়েখ আরো একটু বিষয় জানাবেন সেটি হলো-
তালাকের অধিকার কতদিনের জন্য পাই বা কোন ক্ষেত্রে সারাজীবন বহাল থাকে একটু বিষয় টা বলবেন । এক্ষেত্রে কি অধিকার পাবে? যদি না পাই তাহলে তো খুবই ভালো আর যদি পাই তাহলে কত দিন এর জন্য পাবে?
এইসব বিষয় গুলোর সমাধান একটু বলবেন।