আসসালামু আলাইকুম।
লকডাউন চলাকালীন ইউনিভার্সিটি থেকে অনলাইনে ক্লাস হয়, সেগুলোর রেকর্ডিং স্টুডেন্টরা সংরক্ষণ করেছে। কিছু স্যার ম্যাম তা জানে, কিছু জানে না। কেউ কেউ পারমিশন দিয়েছে। আমি যদি শেখার ও পরীক্ষায় ভালো করার উদ্দেশ্যে রেকর্ডেড ক্লাসগুলো দেখি,যদিও জানি না নিশ্চিতভাবে যে ঐ স্যার বা ম্যাম এর তরফ থেকে পারমিশন আছে কিনা ( কারণ অনলাইনে ক্লাস মনোযোগ দিয়ে করা হয়নি), তা কি নাজায়েজ হবে?