হুজুর আমি ভুল দেখেছি এখানে একটা সিল মারা ছিলো যেটা নাকি উকিল কেই ফিলাপ করতে হয় আমি সেটাকে ভেবেছি আমার নামের স্বাক্ষর। হুজুর আমার কাগজে অক্টোবর মাসে আমিই স্বাক্ষর দিয়েছি। কিন্তু এখানে যা লিখা মোটামোটি সবই মিথ্যা। আর উকিল লিখেছে এগুলো নাকি আমার আমার কথামতো লিখা হয়েছে। এসব তো মিথ্যা কথা আমাকে জিজ্ঞেস করে লিখেনি আমি শুধু নাম ঠিকানা বলেছি।
তাহলে আমি আমি তালাকের তারিখ অক্টোবর মাস ধরবো?
হয়েজ অবস্থায় তালাক নামায় স্বাক্ষর করলে ইদ্দত কয়দিন আর হাজার শেষ হওয়ার পর পর স্বাক্ষর করলে কয়দিন? বা কারো হয়েক শেষ হওয়ার পর ফরজ গোসল না করে স্বাক্ষর করলে ইদ্দত কয়দিন?