বিসমিল্লাহির রাহমানির রাহিম।
জবাবঃ-
ভালো নাম রাখা পিতা-মাতার সর্বপ্রথম দায়িত্ব। আবদুল্লাহ ইবনে আব্বাস রা. ও আয়েশা রা. থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন-
من حق الولد على الوالد أن يحسن اسمه ويحسن أدبه.
অর্থ : সন্তানের সুন্দর নাম রাখা ও তার উত্তম তারবিয়াতের ব্যবস্থা করা বাবার উপর সন্তানের হক। (মুসনাদে বাযযার,আলবাহরুয যাখখার)-৮৫৪০)
সু-প্রিয় প্রশ্নকারী দ্বীনি ভাই/বোন!
কানিজ নামের বিভিন্ন অর্থ পাওয়া যায়, একটি অর্থ হল, দাস,গোলাম ইত্যাদি।অন্য আরেকটি অর্থ হল, আনুগত্য।
কানিজ অর্থ যদি গোলাম বা দাস হয়, তাহলে অর্থ হবে,ফাতেমার গোলাম বা দাস।এ হিসেবে অর্থ সঠিক নয়।কেননা মানুষ সবাই একমাত্র আল্লাহর গোলাম।
কানিজ অর্থ যদি আনুগত্য হয়, তাহলে অর্থ হবে, ফাতেমার আনুগত্য। মানুষ আল্লাহর আনুগত্য কোনো মানুষ মানুষের আনুগত্যশীল হতে পারে না।
সুতরাং কানিজ ফাতেমা নাম কোনো ভাবেই ঠিক হবে না। শুধুমাত্র ফাতেমা নাম রাখা যেতে পারে।
গোলাম রাব্বি অর্থ আমার রবের গোলাম। এই নাম রাখা যেতে পারে।
মমিন মূলত মু'মিন নামের বিকৃত একটা রূপ। মমিন নামের অর্থ খুজে পাওয়া যায়না। সুতরাং মু'মিন নাম রাখাই শ্রেয়।