আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ।
আমার পরিচিত এক বোন কিছুদিন আগে নিজের পছন্দে বিয়ে করেছেন।বিয়ের ব্যাপারে তার পরিবারের মত হলো ওই আপুর বাবা বলেছেন আমি বিয়ে মেনে নিয়েছি কিন্তু এই জামাই নিয়ে যেনো আপু উনার বাবা মায়ের বাড়িতে যেনো না যায় কখনো।
কেনোনা ছেলেটা দেখতে আপাদ দৃষ্টিতে আপুর থেকে কিছুটা খাটো এবং উনারা মনে করেন এতে করে উনাদের সামাজিক দিক থেকে কিছুটা সম্মান কমে যাবে এবং সমাজের নানা ধরনের কথা শুনতে হবে।
ছেলের পরিবারের তরফ থেকে সবাই বিয়েটা মেনে নিয়েছে আলহামদুলিল্লাহ, এবং মেয়ের পরিবার থেকেও মেনে নিয়েছি কিন্তু আপুকে উনার বাবা মা বার বার করে বলেছেন যাতে উনি স্বামীকে নিয়ে কখনোই বাপের বাড়িতে না যায়।
এই অবস্থায় আপুর খুব চিন্তা হচ্ছে উনার বিয়েটা কি ইসলামি দৃষ্টিতে জায়েজ হয়েছে কিনা?এমতাবস্থায় আপুর করনীয় কি?